ভোলার চরফ্যাশনে নির্বাচনের দুই দিন আগে জামায়াতে ইসলামী প্রার্থীকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া বিএনপি নেতা খাইরুল ইসলাম সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মো. খাইরুল ইসলাম সোহেল চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ভোলা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিভিল জজ মো. রাকিব মাহমুদ এ নোটিশ প্রদান করেন। এর আগে শুক্রবার সকাল থেকেই জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনে বেশি বাড়াবাড়ি করলে নির্বাচনের দুই দিন আগে এলাকাছাড়া করার হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।
পরে এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তফা কামাল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট লিখিত অভিযোগ দেন।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ২৯ জানুয়ারি চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ছাত্তার মিয়ার বাড়ির উঠান বৈঠকে বিএনপি নেতা খাইরুল ইসলাম সোহেল ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে বক্তব্য প্রদানকালে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নাম উল্লেখ করে বলেন- ‘উনি যদি নির্বাচনে বেশি বাড়াবাড়ি করেন তবে নির্বাচনের দুই দিন আগে উক্ত প্রার্থীকে চরফ্যাশনে রাখবেন না’ বলে হুমকি প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম হতে প্রাপ্ত উক্ত উঠান বৈঠকের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে তার উক্ত বক্তব্যের সত্যতা পাওয়া যায়। ঘটনাটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৫ (ক) ভঙ্গ বলে প্রতীয়মান হয়।
এ অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না, তার লিখিত বা মৌখিক ব্যাখ্যা আগামী ০৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, চরফ্যাশন চৌকি, ভোলার অস্থায়ী কার্যালয়ে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে দেওয়া জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল জানান, তিনি বিষয়টি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ধরনের বক্তব্যে তাঁরা আতঙ্কিত এবং বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা খায়রুল ইসলাম সোহেল জানান, তিনি এখনো নোটিশ হাতে পাননি।
তবে তিনি দাবি করেন জামায়াতে ইসলামীর প্রার্থী রাজনৈতিক মাঠে দেওয়া তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে অভিযোগ দিয়েছেন।
এসকে/টিকে