টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দিয়ে বড় বিপদে পড়েছে ভারত। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তই এখন ভারতের অলিম্পিক আয়োজনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে-এমনটাই জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ঘটনার সূত্রপাত নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন করে বাংলাদেশ চেয়েছিল শ্রীলংকায় খেলতে। বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি।
বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই বিষয়টি কূটনীতির আঙিনায় বড় প্রভাব ফেলছে।
২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ভারত। তবে গার্ডিয়ানের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া তাদের এই দৌড় থামিয়ে দিতে পারে।
রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বরাবরই বেশ কড়া অবস্থানে থাকে। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভারতের অলিম্পিক আয়োজনের সুযোগ এখন অনিশ্চিত হয়ে গেছে।
গার্ডিয়ানের দাবি, অলিম্পিক আয়োজন করতে চাইলে ভারতকে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করতে হবে। না হলে বিশ্বের সবচেয়ে জমজমাট এই ক্রীড়া আসর আয়োজন করতে পারবে না দেশটি।
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে অলিম্পিক কমিটির সরাসরি সম্পৃক্ত। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেটি অলিম্পিক কমিটিকে অবহিত করা তার কাছে কঠিন কিছু নয়।
২০২৪ প্যারিস অলিম্পিকের মশাল প্রজ্বলন করেছেন ড. মুহাম্মদ ইউনুস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনার প্রভাব ২০২৮ অলিম্পিকে পড়তে পারে।
আরআই/টিকে