আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরো এক ধাপ এগোচ্ছে। নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘মাস্টার’। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ছবিটি উৎসবের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিভাগ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’-এ জায়গা করে নিয়েছে, যা দেশের চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রটারড্যামেই হবে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।
এ উপলক্ষে উৎসবে অংশ নিতে নেদারল্যান্ডসে যাচ্ছেন ছবির প্রধান অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান ও জাকিয়া বারী মম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে এমনটাই জানিয়েছেন বাঁধন। প্রদর্শনী শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বেও তাঁরা দর্শকদের সঙ্গে সরাসরি অংশ নেবেন।
উৎসবকে ঘিরে বিশেষভাবে আলোচনায় রয়েছেন ছবির দুই নায়িকা আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম।
সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শনী নিয়ে দুজনেই ভীষণ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁরা নেদারল্যান্ডসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পরিবারসহ সিনেমাটি দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন।
বাঁধন ফেসবুকে শেয়ার করা তথ্য অনুযায়ী, রটারড্যামে ‘মাস্টার’ দেখা যাবে—সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিট, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা।
নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে একটি বাংলাদেশি চলচ্চিত্রের সফল উপস্থাপনার জন্য প্রবাসী বাংলাদেশি দর্শক ও কমিউনিটির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সে কারণেই নেদারল্যান্ডসে অবস্থানরত বাংলাদেশিদের প্রদর্শনীতে উপস্থিত থাকার পাশাপাশি সিনেমাটির খবর ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে জানা গেছে, এবারের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আরো দুটি সিনেমাও প্রদর্শিত হবে। সেগুলো হলো ‘রইদ’ ও ‘দেলুপি’।
এমকে/টিকে