দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন নতুন করে উসকে দিলেন অভিনেত্রী তৃপ্তি ডিমরী। আলোচিত ব্যবসায়ী স্যাম মার্চেন্টের জন্মদিনে তাঁর পরিবারের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। অনুরাগীদের একাংশের প্রশ্ন, এতদিনের জল্পনায় কি অবশেষে সিলমোহর বসালেন তৃপ্তি?
২০২২ সাল থেকে তৃপ্তি ও স্যামের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও প্রকাশ্যে কখনও মুখ খোলেননি কেউই। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেলেও এই ‘অঘোষিত প্রেম’ নিয়ে রহস্য কাটেনি। তবে শুক্রবার স্যামের জন্মদিন ঘিরে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
জানা গিয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদ্যাপন করেন স্যাম মার্চেন্ট। সেই অনুষ্ঠানে পরিবারের সবার সঙ্গে উপস্থিত ছিলেন তৃপ্তিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্যামের একেবারে কাছেই রয়েছেন অভিনেত্রী। কখনও কেক কাটার সময় হাততালি দিতে দেখা যায় তাঁকে, কখনও আবার ব্যবসায়ীর পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন তিনি। হলুদ রঙের ছোট শার্ট আর ঢিলেঢালা জিন্সে তৃপ্তিকে একেবারে ঘরোয়া মেজাজে দেখা গিয়েছে। মুখে লেগে ছিল স্বাভাবিক হাসি, যেন পরিবারেরই একজন।
ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে হিন্দি বিনোদন মহলের একাংশের দাবি, বিশেষ দিনে পরিবারের সঙ্গে এ ভাবে সময় কাটানো মানেই সম্পর্কের ইঙ্গিত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্যাম বা তৃপ্তি কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
তবে জন্মদিনের পর তৃপ্তি নিজেই সমাজমাধ্যমে স্যামের সঙ্গে কাটানো কিছু অদেখা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সেই ছবিগুলো দেখেই অনুরাগীদের অনেকেই ধরে নিচ্ছেন, এতদিনের সম্পর্কের জল্পনায় এবার নাকি পরোক্ষভাবে সিলমোহর বসিয়েছেন অভিনেত্রী।
সব মিলিয়ে তৃপ্তি ডিমরী ও স্যাম মার্চেন্টের সম্পর্ক নিয়ে কৌতূহল এখন তুঙ্গে। প্রকাশ্যে মুখ না খুললেও, জন্মদিনের অন্তরঙ্গ মুহূর্তই যেন তাঁদের সম্পর্কের নতুন ইঙ্গিত দিয়ে গেল।
এমকে/টিকে