মুম্বাই শহরের আনাচে কানাচে সালমান ও ক্যাটরিনার সুখস্মৃতি উজ্জ্বল ছিল একসময়। যদিও সে সব এখন শুধুই স্মৃতি। একটা সময় সম্পর্কে থাকলেও বেশি দিন তা দীর্ঘায়িত হয়নি। সালমানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয় ২০১২ সালে।
নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে কখনওই প্রকাশ্যে মান্যতা দেননি সালমান খান ও ক্যাটরিনা কইফ। তবে ক্যাটরিনার কেরিয়ারের নেপথ্যে সালমানের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে ‘খোলা খাতা’ র মতো। একটা সময় সম্পর্কে থাকলেও বেশি দিন তা দীর্ঘায়িত হয়নি। সালমানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয় ২০১২ সালে।
সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরই ‘এক থা টাইগার’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। তবে শোনা যায়, বিদেশ থেকে ক্যাটরিনা যখন মুম্বাই আসেন, সেই সময় থেকেই সালমানের সঙ্গে সখ্য তাঁর। অভিনেত্রী ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায় কিঁউ কিয়া’ ছবি করার সময় থেকে সেই বন্ধুত্ব ঘনিষ্ঠতায় পরিণত হয়। মুম্বাইয়ের এক রেস্তরাঁর মালিক তাঁদের প্রেমপর্বের সময়কার একটি মুহূর্তের কথা প্রকাশ্যে আনলেন।
প্রেমপর্বের শুরুর দিকে ক্যাটরিনা ও সালমান সেই বার-কাম-রেস্তরাঁয় প্রায়ই আসতেন। রেস্তরাঁর মালিক এডি সিংহ বলেন, ‘‘এক রাতে ক্যাটরিনা বন্ধুদের নিয়ে হোটেলের বাইরে দিকে একটা টেবিলে বসেছিলেন। এ দিকে, ভিতরে সালমান তাঁর দুই ভাইকে নিয়ে তখন পানশালায়। দেখেই বোঝা যাচ্ছে, দু’জনের মধ্যে রাগারাগি হয়েছে। হঠাৎ সালমান মদ্যপ অবস্থায় মুখে একটা গোলাপ তুলে নিয়ে ক্যাটরিনার জন্য নাচতে শুরু করেন। ব্যস, ক্যাটরিনাও হেসে ফেলেন। এর পর দু’জনে একসঙ্গে বাড়ি ফেরেন।’’
মুম্বাই শহরের আনাচে কানাচে সালমান ও ক্যাটরিনার সুখস্মৃতি উজ্জ্বল ছিল একসময়। যদিও সে সব এখন শুধুই স্মৃতি। ভিকি কৌশলের সঙ্গে সংসার পেতেছেন পুত্রসন্তানের মা ক্যাটরিনা।
যদিও এখনও অবিবাহিত রয়ে গিয়েছেন সালমান।
আরআই/টিকে