নিরাপত্তা শঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলে ভাগ হয়ে ‘অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপ’ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। টুর্নামেন্টে মোট প্রাইজমানি থাকবে আড়াই কোটি টাকা।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অদম্য টি-টুয়েন্টি কাপের ম্যাচগুলো হবে ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ নামে তিন দল অংশগ্রহণ করবে। ধূমকেতুর নেতৃত্বে থাকবেন লিটন দাস, দুর্বার একাদশের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে আকবর আলীকে।
ধূমকেতুর প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে হান্নান সরকারকে, সহকারী কোচ রাজিন সালেহ আলম।
আইপিএলের আদলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম ব্যবহারের কথাও জানিয়েছে বিসিবি। প্রতিদিন খেলা শুরুর আগে বিকেল ৪টায় থাকবে সাংস্কৃতিক আয়োজন। ৬টা থেকে শুরু হবে মাঠের খেলা।
টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়নি। মাঠে বসে খেলা দেখার জন্য সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকা গুণতে হবে দর্শকদের।
ইউটি/টিএ