সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের কমলনগরস্থ বাসভবনে তার হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।
বিএনপিতে যোগ দেওয়া মন্তাজ উদ্দিন মেম্বার জানান, আজ থেকে ৪৩ বছর আগে তার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল। এরমধ্যে ২৮ বছর ধরে জেএসডির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ৫ আগস্টের পর থেকে জেএসডি তাদের নীতি ও আদর্শ থেকে সরে গেছে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, এ আসনের বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজান একজন কর্মীবান্ধব নেতা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের প্রার্থীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে দীর্ঘদিনের পথচলা অন্য নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। পরে বিভিন্ন ওয়ার্ড জেএসডির দায়িত্ব পালন করা সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি ও কার্যকরী কমিটির সদস্যসহ ৬৩ নেতাকর্মী বিএনপিতে যোগদান করতে আগ্রহ প্রকাশ করেন। পরে সবাইকে নিয়ে আশরাফ উদ্দিন নিজানের হাতে হাত রেখে বিএনপির রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন বলে জানান তিনি।
একইভাবে তোরাবগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড জেএসডির সেক্রেটারি মো. নুরুজ্জামান, ৪নং ওয়ার্ড সহ-সভাপতি হানিফ মাঝি, ২নং ওয়ার্ড সভাপতি মো. সেলিম ও ৯নং ওয়ার্ড সেক্রেটারি মো. রহিম দেশের একটি গণমাধ্যমকে বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান এই আসনে একজন সৎ, নির্ভীক ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। এছাড়া আশরাফ উদ্দিন নিজানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে নিজেরাসহ জেএসডির অন্য নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও এ আসনের ধানের শীষের প্রার্থী এবং সাবেক দুবারের এমপি আশরাফ উদ্দিন নিজান দেশের একটি গণমাধ্যমকে বলেন, শুধু কমলনগর নয়, জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির প্রতি আস্থা রেখে জেএসডিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন।
সদ্য যোগদান করা সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যারা যোগ দিয়েছেন তারা জেএসডির রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আগামী সংসদ নির্বাচনসহ ভবিষ্যতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মিশন ও ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউটি/টিএ