রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর বক্স কালভার্ট সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি এলইডি সাইনবোর্ড নির্মাণকারী দোকান পুড়ে গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করার কিছুক্ষণ পরই ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা।
এসময় তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারনা, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ৩টি দোকানের মালামাল ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছেন ব্যবসায়ীরা।
টিজে/টিকে