ফের শিরোনামে জীতু শিরিনের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। তবে এবার অন্য কোনও দ্বন্দ্ব নয়, বরং শোনা যাচ্ছে এই ধারাবাহিকের পথচলা নাকি খুব তাড়াতাড়ি শেষ হবে টেলিপর্দায়। আর এই নিয়েই এই মুহূর্তে স্টুডিওপাড়ায় ফিসফাস। যদিও এই নিয়ে মুখ খোলেনি নির্মাতারা। স্পিকটি নট সিরিয়ালের নায়ক-নায়িকাও।
সংবাদ মাধ্যমকে এপ্রসঙ্গে সিরিয়ালের নায়িকা শিরিন জানিয়েছেন যে, তাঁর কাছে এই বিষয়ে কোনও খবর নেই। আপাতত মন দিয়ে তিনি কাজ করতে চান। ধারাবাহিক যতদিন চলবে তিনি মন দিয়ে কাজটুকু শুধু করে যাবেন।
অন্যদিকে যদিও অনেকেই মনে করছেন যে, যেহেতু ধারাবাহিকে সদ্য টুইস্ট এসেছে নতুন চরিত্রকে ঘিরে তাই এখুনি এই ধারাবাহিকে দাঁড়ি টানবে না প্রযোজনা সংস্থা। দর্শকের মন বুঝে তাঁদের চাহিদা মেটানোর চেষ্টাই করবে। তাই এই সবটাই গুঞ্জন বলে মনে করছেন অনেকেই। কারণ এই মুহূর্তে ধারাবাহিকে রাজনন্দিনী চরিত্রটির সঙ্গে আলাপ ঘটেছে পর্দায় দর্শক-অনুরাগীদের।
টিজে/টিকে