নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও জনসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রুপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে বিকেলে স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করে।
এসময় তিনি সবার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
এ সময় দিপু তার বক্তব্যে বলেন, ‘আপনারা দেখেছেন বিগত ৫ আগস্টের আগে স্বৈরাচার শাসক আমাদের হাজার হাজার সন্তানকে হেলিকপ্টারের মাধ্যমে মেরে ফেলেছে, তারা চেয়েছিল এদেশে যেন গণতন্ত্র না থাকে। এখন সময় এসেছে এর জবাব দেয়ার। আমরা ১২ তারিখ ভোটের মাধ্যমে এর জবাব দেব। আমরা শুধু নিজের ভোট দিব না, আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে ১২ তারিখ সারাদিন ধানের শীর্ষ ভোট দেব। ইনশাল্লাহ ১২ তারিখে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেব দেশে গণতন্ত্র আছে এবং থাকবে।’
ইউটি/টিএ