উদীয়মান অভিনেত্রী ভাগ্যশ্রী বর্ষে—যিনি মিস্টার বচ্চন, কান্তা ও আন্ধ্রা কিং তালুকা-তে নিজের অভিনয়ে নজর কাড়িয়েছেন—সম্প্রতি খোলাখুলি কথা বললেন অভিনয়ের বাস্তবতা নিয়ে। প্রশংসা পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার তিক্ত অভিজ্ঞতাকে তিনি আখ্যা দিলেন “হতাশাজনক” হিসেবে। বিশেষ করে কান্তা ছবির বাণিজ্যিক ব্যর্থতা তাঁর কাছে ছিল এক বড় ধাক্কা, তবে সেই হতাশাই নাকি তাঁকে আরও দৃঢ় করেছে সিনেমার প্রতি ভালোবাসায়।
ভাগ্যশ্রীর কথায়, “আমি বর্তমানে বাঁচতে চাই, কারণ এই বর্তমানটাই একদিন অতীত হয়ে যায়।” এই দৃষ্টিভঙ্গিই তাঁকে এগিয়ে চলার শক্তি দেয় বলে মনে করেন তিনি। বর্তমানে তিনি অখিল আক্কিনেনির আসন্ন ছবি লেনিন-এর কাজ নিয়ে ব্যস্ত।
নিজেকে তিনি ‘ওল্ড সোল’ বলেই মনে করেন—যার অভিনয় ভাবনায় গভীর প্রভাব রয়েছে ক্লাসিক অভিনেতাদের। খ্যাতি বা সাফল্যের ওঠানামা নয়, বরং সততা ও নিষ্ঠার সঙ্গেই নিজের স্বপ্নের পেছনে ছুটে চলাই তাঁর লক্ষ্য। ইন্ডাস্ট্রির ওঠাপড়ার মাঝেও ভাগ্যশ্রী বর্ষে যে নিজের পথ নিয়ে আত্মবিশ্বাসী, তা তাঁর কথাতেই স্পষ্ট।
এবি/টিএ