নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট সমর্থিত জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
ভিডিওতে দেখা যায়, শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লিটল জিনিয়াস স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি মনির হোসেন কাসেমী। স্কুলের নির্ধারিত পুরস্কারের সঙ্গে তিনি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থও তুলে দেন। ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয় ও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
এই বিষয়ে ফোনে মুফতি মনির হোসেন কাসেমী জানান, স্কুল কর্তৃপক্ষ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ছিলেন। স্কুলের পক্ষ থেকে পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে টাকা বিতরণের জন্য আমাকে মধ্যস্থতা করতে বলা হয়েছে। এটি আমার ব্যক্তিগত অর্থ নয়। আমি শুধু অতিথি হিসেবে উপস্থিত ছিলাম।
তবে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনও প্রার্থী কোনও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও শিক্ষার্থীদের বা অন্য কাউকে অর্থ উপহার দিতে পারবেন না। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরআই/টিকে