সলমন খানের আইকনিক রোমান্টিক ট্র্যাজেডি ‘তেরে নাম’ (২০০৩) আবারও বড় পর্দায় ফিরতে চলেছে। পিভিআর ইনক্সের ঘোষণায় জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে পুনর্মুক্তি পাবে এই কাল্ট ছবি। তীব্র প্রেমকাহিনি, হৃদয়ছোঁয়া গান এবং সলমনের সেই অবিস্মরণীয় হেয়ারস্টাইল-সব মিলিয়ে ‘তেরে নাম’ বছরের পর বছর ধরে দর্শকের আবেগে জায়গা করে নিয়েছে।
সাম্প্রতিক সময়ে কবীর সিং ও অ্যানিম্যাল-এর মতো আবেগপ্রবণ ও তীব্র প্রেমঘেঁষা ছবির সাফল্যের পর ‘তেরে নাম’-এর রি-রিলিজের চাহিদা আরও বেড়েছে বলে মনে করছেন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আজকের প্রজন্মের দর্শকরাও ট্র্যাজিক ও প্যাশনেট প্রেমের গল্পে সহজেই সংযোগ খুঁজে পাবেন।
সতীশ কৌশিক পরিচালিত এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন ভূমিকা চাওলা, সঙ্গে ছিলেন রবি কিশান। কাঁচা আবেগ ও শক্তিশালী অভিনয়ের জন্য আজও স্মরণীয় ‘তেরে নাম’। দীর্ঘদিন পর আবার বড় পর্দায় এই ছবি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা-নস্টালজিয়ার আবেশ যে ফের একবার হলমুখো হবে, তা বলাই যায়।
এবি/টিকে