গুগলের অফিসে একসঙ্গে ডিনারের অপেক্ষায় নর্থসাউথ জুটি!

নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন মো. সামিউল ইসলাম। পড়াশোনা শেষে তিনি Mukto Software Ltd, AlgoMatrix ও Shopee তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। পরে ডাক পান গুগলে। সেখানে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পান। খুশির খবর হল তার স্ত্রী নাবিলা আহমেদও এবার চান্স পেয়েছেন গুগলে। তিনিও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

জানা গেছে, স্বামীর অনুপ্রেরণায় গুগলে চান্স পেয়েছেন নাবিলা। স্বামী মোহাম্মদ সামিউল আলম গুগলে চান্স পাওয়ার পর তার সঙ্গে লন্ডনে যান নাবিলা। তবে সংসার সামলে পড়াশোনাটা ঠিকই চালিয়ে গেছেন নাবিলা। এবার তিনিও ডাক পেলেন গুগলে। গুগলের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সুযোগ দেয়া হয়েছে তাকে। শিগগিরিই তিনি গুগলের লন্ডন অফিসে যোগ দেবেন বলে জানা গেছে।

নাবিলার সহপাঠীরা জানান, নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে এই প্রথম কোন ছাত্রী গুগলে চান্স পেয়েছেন। এর আগেও ওই বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন গুগলে চান্স পেয়েছেন। তবে ছাত্রী হিসেবে নাবিলাই প্রথম।

জানা গেছে, নাবিলা বর্তমানে থটওয়ার্কস নামে একটি কোম্পানীতে ডেভেলপার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি NewsCred নামে আরেকটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

এদিকে স্ত্রী গুগলে চান্স পাওয়ার পর ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সামিউল। গুগলের অফিসে বসে স্ত্রীর সঙ্গে ডিনারের সেই মুহুর্তের অপেক্ষা আছেন তিনি। ওই স্ট্যাটাসে সামিউল স্ত্রীর সাফল্য কামনা করে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থী বর্তমানে গুগলে কাজ করছেন। গত সপ্তাহে অনিক সরকার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী গুগলে ডাক পেয়েছিলেন। তিনি বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ভর্তি পরীক্ষাতেও তিনি প্রথম স্থান অধিকার করেন।

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ০.৩% সংকুচিত Apr 30, 2025
img
'আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে' Apr 30, 2025
img
সিদ্দিক সুশীল ভূমিকায় আন্দোলনের সময় যা খুশি করেছেন: রাষ্ট্রপক্ষের আইনজীবী Apr 30, 2025
img
আসছে নতুন নোট, থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ Apr 30, 2025
img
পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 30, 2025
img
রাতে হাইভোল্টেজ ম্যাচ: বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার Apr 30, 2025
img
সোশ্যাল মিডিয়া ট্রল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ফারিন খান Apr 30, 2025
img
মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম Apr 30, 2025
img
২১ কর্মকর্তাকে বরখাস্ত করল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা Apr 30, 2025
img
দ্রুত উত্তেজনার মধ্যেই দামেস্কে ইসরাইলি হামলা, প্রাণ গেল ১৬ জনের Apr 30, 2025