করোনা সংকট বাড়াচ্ছে রোবটের গুরুত্ব

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট ভবিষ্যতে মানুষের স্থান দখল করে নিতে পারে- এমন শঙ্কা সিনেমার পর্দায় মাঝে মাঝেই দেখা যায়। তবে করোনা মহামারিতে বিষয়টি ভিন্নভাবে উঠে এসেছে। এই সময়ে মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছে রোবট।

এর একটি প্রাকৃতিক সুবিধাও রয়েছ। আর তা হচ্ছে করোনাভাইরাস মেশিনকে আক্রান্ত করতে পারে না। ফলে করোনার এই পরিস্থিতিতে রোবট ব্যবহার করে কর্মক্ষেত্রে মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব।

বর্তমানে বিজ্ঞানীরা যেখানে ক্ষেত্রে কোনো ধরণের শিক্ষা বা সেবার জন্য ব্যক্তির প্রয়োজন হয়, সেখানে রোবটের ব্যবহার বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটানোর চেষ্টা করছেন। বড় প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে।

ইতিমধ্যে করোনাভাইরাসের মহামারির মতো পরিস্থিতিতে রোবট যে কতটা সহায়ক হতে পারে, তার আরেকটি নজির সৃষ্টি করেছে জার্মানির দুইটি কোম্পানি। তারা সম্মিলিতভাবে রোবট ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে একটি পুরোপুরি অটোমেটিক উৎপাদন প্রক্রিয়া গড়তে সক্ষম হয়েছেন। আর এ প্রক্রিয়া ব্যবহার করে জার্মানিতে দ্রুত ফেস মাস্ক তৈরি সম্ভব হচ্ছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিকস (আইএফআর)-এর সুসানে বিলার অবশ্য রোবটের ব্যবহার শীঘ্রই বাড়ার ব্যাপারে বেশ আশাবাদী। তিনি মনে করেন, করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা তোলার পর বেশি করে রোবট ব্যবহার করে দোকানপাটে মানুষ কর্মীর ব্যবহার কমিয়ে ফেলা সম্ভব।

তার মতে, এতে সামাজিক দূরত্ব বজায় রাখা যেমন সহজ হবে, তেমনি মানুষের সঙ্গে মানুষের স্পর্শও কমানো যাবে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নারডিনোতে অবস্থিত ম্যাকডোনাল্ডসের মতো ফাস্ট-ফুড চেইনগুলো খাবার প্রস্তুত ও সরবরাহ করতে পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার শুরু করছে।

আমাজন এবং ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানের গুদামে কর্মদক্ষতা বাড়ানোর জন্য রোবট এরই মধ্যে ব্যবহৃত হচ্ছে।

কোভিড-১৯ এর মহামারির পর এই দুটি কোম্পানিই বাছাই, শিপিং এবং প্যাকেটজাত করার জন্য রোবটের ব্যবহার আরও বাড়ানোর চিন্তা করছে।

তবে শিল্পকারখানায় রোবটের ব্যবহার বাড়লে মানুষের চাহিদা কমবে বলে একটি ধারণা দীর্ঘদিন ধরেই রয়েছে। আর এতে অনেক মানুষের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। করোনা সংকটে অনেক মানুষ গৃহবন্দি থাকায় বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও করোনা পরবর্তী বিশ্বে রোবটের ব্যবহার বাড়ানোর বিরোধিতা আবারও গতি পেতে পারে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, ভারত করলে কঠোর জবাব দেওয়া হবে Apr 30, 2025
img
হাসিনা ও আ. লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না: সারজিস Apr 30, 2025
img
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ Apr 30, 2025
img
এবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ডাক দিলেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা Apr 30, 2025
img
লিবিয়া থেকে দেশে ফেরার পথে আরো ১৭৭ বাংলাদেশি Apr 30, 2025
img
বাড়ির আঙিনায় খড় আনতে গিয়ে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু Apr 30, 2025
img
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা Apr 30, 2025
img
গৃহপরিচারিকার সংবাদ সম্মেলন, পরীমনি বললেন ‘হাস্যকর’ Apr 30, 2025
img
সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ Apr 30, 2025
img
যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে নিয়ে মুখ খুললেন জায়েদ খান Apr 30, 2025