অজপাড়া গাঁয়ের সেই শামীম এখন বিশ্বসেরা সিআইও

শামীম মোহাম্মদের বাড়ি গাজীপুরের পিরুজালী ইউনিয়নের ভাওয়াল মির্জাপুরে। অজপাড়া গাঁয়েই কেটেছে তার শৈশব। সন্ধ্যার আলো-আঁধারিতে বাড়িতে থেকেই এক-আধটু পড়াশোনা করেছেন। গ্রাম্য পরিবেশে হৈ-হুল্লোড়ে কেটে গেছে সময়। ৯ বছর বয়সেও তিনি স্কুলে ভর্তি হতে পারেননি। কারণ গ্রামে কোনো স্কুুলই ছিল না। একসময় গ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ভর্তি হন পুরান ঢাকার আরমানিটোলা স্কুলে। প্রথমবারেই তিনি ভর্তি হন তৃতীয় শ্রেণিতে। আরমানিটোলা স্কুল থেকে এসএসসি পাস করে এইচএসসিতে ভর্তি হন ঢাকা কলেজে। উচ্চ শিক্ষার স্বপ্ন দেখতে থাকেন শামীম। তাই এইচএসসি পাস করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পাল্টে যান অজপাড়া গাঁয়ের সেই শামীম। কম্পিউটার সাইন্সে স্নাতক ও ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর করে কর্মজীবনে নেমে পড়েন শামীম। গ্রামের সেই ছেলেটি এখন বিশ্বসেরা সিআইও হয়েছেন। তিনি এখন বাংলাদেশের গর্ব।

শামীম ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মেসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির স্লোন সিআইও নেতৃত্ব পুরস্কার পেয়েছেন। গত ১৯ মে অনলাইনে এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শামীম মোহাম্মদ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গাড়ির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা কারম্যাক্সের প্রধান তথ্য ও কারিগরি কর্মকর্তা।

জানা গেছে, ক্যারিয়ারের শুরুতে শামীম পণ্য ডিজাইন, তথ্যপ্রযুক্তি সেবা নিয়ে কাজ করেন। পরে আস্তে আস্তে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মী ব্যবস্থাপনার উন্নতি নিয়ে কাজ শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করার পর ২০১২ সালে কারফ্যাক্স কোম্পানিতে তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হিসেবে যোগ দেন। এই প্রতিষ্ঠানে যোগদানের পর কোম্পানির ডিজিটাল অবকাঠামো সাজাতে গিয়ে তিনি প্রযুক্তির চেয়েও বেশি গুরুত্ব দিতে থাকেন প্রতিষ্ঠানের কর্মীদের। তার তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগ ও প্রতিষ্ঠানে কর্মীদের গুরুত্বের সমন্বয়ে পুরোনো গাড়ি কেনার কাজটি কারম্যাক্সের গ্রাহকদের জন্য হয়ে উঠেছে সহজ, আকর্ষণীয় ও সাশ্রয়ী।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি দিয়ে আসছে স্লোন সিআইও নেতৃত্ব পুরস্কার। তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে ব্যবসায় দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য প্রধান তথ্য কর্মকর্তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। ২০২০ সালের এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন রিচমন্ড-ভিত্তিক কারম্যাক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার বাংলাদেশের শামীম মোহাম্মদ। কারম্যাক্স আমেরিকায় ব্যবহূত গাড়ির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। শামীম কারম্যাক্সের প্রযুক্তি বিভাগে কাজ করেন। তিনি সরাসরি কারম্যাক্সের সিইওর সঙ্গে কাজ করেন এবং কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ দলেরও অন্যতম।

[কার্টেসি : সমকাল]

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
জাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা বাড়ল Aug 19, 2025
img
গিতার প্রেমে হরভজনের এক কলেই ২৭ হাজার রুপি বিল! Aug 19, 2025
img
বিশ্ব আলোকচিত্র দিবস আজ Aug 19, 2025
img
থ্রি ইডিয়টসের জনপ্রিয় অভিনেতা আর নেই Aug 19, 2025
img
আর্জেন্টিনার দলে চমক ব্রাজিলিয়ান ক্লাবের লোপেজ Aug 19, 2025
img
তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে Aug 19, 2025
নোটিশহীন বহিষ্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন মাহিন সরকার Aug 19, 2025
img
এশিয়া কাপের আগে চোটে ছিটকে গেলেন ইশান কিষান Aug 19, 2025
img
ডনবাস অঞ্চল ছাড়তে বলার দাবি যুক্তরাষ্ট্রকে ফ্লোরিডা ছাড়তে বলার মতো: জার্মানির চ্যান্সেলর Aug 19, 2025
img
‘কিল বিল’ বানানোর জন্যই আমার জন্ম হয়েছে Aug 19, 2025
শেফালির মুখাবয়ব নিজের বুকে খোদাই করলেন পরাগ Aug 19, 2025
img
আজ বিশ্ব মানবিক দিবস Aug 19, 2025
img
আমদানি মূল্য পরিশোধের সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক Aug 19, 2025
img
মুন্সীগঞ্জে প্রকাশ্যে প্রহারের ঘটনায় মামলা, এক যুবক আসামি Aug 19, 2025
img
সয়াবিন তেল কেজিতে বিক্রির বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ Aug 19, 2025
img
ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে মুখ খুললেন জেলেনস্কি Aug 19, 2025
img
বাংলাদেশের হয়ে প্রবাসী জায়ান আহমেদের জাতীয় দলে রোমাঞ্চকর অভিষেক Aug 19, 2025
img
ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের উদ্যোগ Aug 19, 2025
img
৪৫ বছর বয়সেও নিজেকে যেভাবে ফিট রাখেন অভিনেত্রী সানি লিওন Aug 19, 2025
img
ইউক্রেনের জন্য ভালো খবর আসতে পারে, ইঙ্গিত দিলেন মেলোনি Aug 19, 2025