অজপাড়া গাঁয়ের সেই শামীম এখন বিশ্বসেরা সিআইও

শামীম মোহাম্মদের বাড়ি গাজীপুরের পিরুজালী ইউনিয়নের ভাওয়াল মির্জাপুরে। অজপাড়া গাঁয়েই কেটেছে তার শৈশব। সন্ধ্যার আলো-আঁধারিতে বাড়িতে থেকেই এক-আধটু পড়াশোনা করেছেন। গ্রাম্য পরিবেশে হৈ-হুল্লোড়ে কেটে গেছে সময়। ৯ বছর বয়সেও তিনি স্কুলে ভর্তি হতে পারেননি। কারণ গ্রামে কোনো স্কুুলই ছিল না। একসময় গ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ভর্তি হন পুরান ঢাকার আরমানিটোলা স্কুলে। প্রথমবারেই তিনি ভর্তি হন তৃতীয় শ্রেণিতে। আরমানিটোলা স্কুল থেকে এসএসসি পাস করে এইচএসসিতে ভর্তি হন ঢাকা কলেজে। উচ্চ শিক্ষার স্বপ্ন দেখতে থাকেন শামীম। তাই এইচএসসি পাস করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পাল্টে যান অজপাড়া গাঁয়ের সেই শামীম। কম্পিউটার সাইন্সে স্নাতক ও ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর করে কর্মজীবনে নেমে পড়েন শামীম। গ্রামের সেই ছেলেটি এখন বিশ্বসেরা সিআইও হয়েছেন। তিনি এখন বাংলাদেশের গর্ব।

শামীম ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মেসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির স্লোন সিআইও নেতৃত্ব পুরস্কার পেয়েছেন। গত ১৯ মে অনলাইনে এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শামীম মোহাম্মদ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গাড়ির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা কারম্যাক্সের প্রধান তথ্য ও কারিগরি কর্মকর্তা।

জানা গেছে, ক্যারিয়ারের শুরুতে শামীম পণ্য ডিজাইন, তথ্যপ্রযুক্তি সেবা নিয়ে কাজ করেন। পরে আস্তে আস্তে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মী ব্যবস্থাপনার উন্নতি নিয়ে কাজ শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করার পর ২০১২ সালে কারফ্যাক্স কোম্পানিতে তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হিসেবে যোগ দেন। এই প্রতিষ্ঠানে যোগদানের পর কোম্পানির ডিজিটাল অবকাঠামো সাজাতে গিয়ে তিনি প্রযুক্তির চেয়েও বেশি গুরুত্ব দিতে থাকেন প্রতিষ্ঠানের কর্মীদের। তার তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগ ও প্রতিষ্ঠানে কর্মীদের গুরুত্বের সমন্বয়ে পুরোনো গাড়ি কেনার কাজটি কারম্যাক্সের গ্রাহকদের জন্য হয়ে উঠেছে সহজ, আকর্ষণীয় ও সাশ্রয়ী।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি দিয়ে আসছে স্লোন সিআইও নেতৃত্ব পুরস্কার। তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে ব্যবসায় দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য প্রধান তথ্য কর্মকর্তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। ২০২০ সালের এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন রিচমন্ড-ভিত্তিক কারম্যাক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার বাংলাদেশের শামীম মোহাম্মদ। কারম্যাক্স আমেরিকায় ব্যবহূত গাড়ির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। শামীম কারম্যাক্সের প্রযুক্তি বিভাগে কাজ করেন। তিনি সরাসরি কারম্যাক্সের সিইওর সঙ্গে কাজ করেন এবং কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ দলেরও অন্যতম।

[কার্টেসি : সমকাল]

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর

সব জিম্মি ইসরায়েলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি Oct 13, 2025
img

শেখ হাসিনার মামলায় যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

গুমে অভিযুক্তদের চাকরিতে বহাল রাখা নিয়ে বিতর্ক Oct 13, 2025
img
চুয়াডাঙ্গায় অ্যালকোহল পানে প্রাণ হারাল ৬ Oct 13, 2025
img
কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে সুবিধা পাবে ইংল্যান্ড: ব্রুক Oct 13, 2025
img
আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার মুখে ক্যারিবীয়ান পেসার Oct 13, 2025
img
আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে আইকনিক হিসেবে গড়ে তোলা হবে : ধর্ম উপদেষ্টা Oct 13, 2025
img
বিশ্বনাথে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার Oct 13, 2025
img
রাতে ঘুমানোর আগে এই ১টি কাজ করলেই দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা! Oct 13, 2025
img
মোরেলগঞ্জে সাড়ে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার Oct 13, 2025
img
ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি Oct 13, 2025
img
খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসি ল্যান্ডের পদায়ন Oct 13, 2025
img
ট্রাম্পের আমলে মার্কিন শেয়ারবাজারে এক ঐতিহাসিক ধস Oct 13, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 13, 2025
মক্কায় স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার, সৌদির অর্থনীতিতে নতুন মোড় Oct 13, 2025
বিএনপি-জামায়াতের মতাদর্শের ট্যাগ এড়াতে বিকল্প পথে এনসিপি Oct 13, 2025
চাকসু নির্বাচন বর্জন করবে কি ছাত্রদল? প্রশ্নের জবাবে যা বললেন জিএস প্রার্থী! Oct 13, 2025
img
পেট্রোবাংলার কড়া বার্তা: অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগ Oct 13, 2025
প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জামায়াতের Oct 13, 2025
হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেইজে সাইবার হা/ম/লা Oct 13, 2025
প্রিন্স মাহমুদের ঘুমের ওষুধের টিপস সারজিসের জন্য! Oct 13, 2025