মোবাইল চুরি বন্ধে চালু হচ্ছে ডেটাবেজ

বৈধ ও অবৈধ সেট যাচাইয়ের পাশাপাশি চুরি বা ছিনতাই হওয়া ফোন বন্ধ (লক) করার সুযোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে ফোনটি ফেরত পাওয়ার পথও তৈরি হবে। এজন্য টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল হ্যান্ডসেটের তথ্য নিয়ে একটি ডেটাবেজ চালু করতে যাচ্ছে।

মঙ্গলবার এ ডেটাবেজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান।

তিনি জানান, একজন গ্রাহক জেনে নিতে পারবেন তার মোবাইল ফোনের তথ্য এই ডেটাবেজে আছে কিনা। অন্যান্য সেবাও তিনি নিতে পারবেন। কী প্রক্রিয়ায় সেই সেবা পাওয়া যাবে, তা উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিটিআরসি সূত্র জানায়, কারও ফোন চুরি বা ছিনতাই হয়ে থাকলে এবং সেই হ্যান্ডসেটিটি বাংলাদেশে বৈধভাবে আমদানি বা তৈরি করা হয়ে থাকলে এই ডেটাবেজ ব্যবহার করে তিনি সেটি বন্ধ বা লক করে দিতে পারবেন। ফোনটি ফেরত পাওয়ার পথও তৈরি হবে তার সামনে।

এ ডেটাবেজ তৈরি হবে বৈধভাবে আমদানি করা ও দেশে তৈরি সব মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেনটিটি বা আইএমইআই নম্বর নিয়ে।

আইএমইআই নম্বর হল একটি ফোন সেটের সনাক্তকারী নম্বর। ফোন প্রস্তুতকারক কোম্পানি ওই নম্বর দিয়েই ব্যবহারকারীর সব তথ্য সংরক্ষণ করে। কোনো ফোন হারিয়ে গেলে ওই নম্বরটি দিয়ে সেটি ট্র্যাক করা যায়।

একটি বৈধ ফোন সেটের জন্য ১৫ ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর দেয়া থাকে। মোবাইল ফোনের কি-প্যাডে *#০৬# পরপর চাপলে ওই মোবাইল ফোনের বিশেষ এই সনাক্তকরণ নম্বরটি পর্দায় ভেসে ওঠে।

দুটি আসল ফোনের আইএমইআই নম্বর কখনও এক হয় না। নকল ফোনে আইএমইআই নম্বর থাকে না, থাকলেও সেটি হয় জাল। সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে এ ধরনের আইএমইআই নম্বরবিহীন সেটই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ।

আর আইএমইআই ডেটাবেজ চালু হলে মোবাইল ফোনের অপব্যবহার ও অপরাধ ও মোবাইল চুরি কমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
ফের দাবানলে জ্বলছে ইসরায়েল, নিয়ন্ত্রণের চেষ্টা May 02, 2025
img
নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে : আখতার May 02, 2025
img
ব্যক্তিগত জেট ক্রয়ের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন অজয় May 02, 2025
img
আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে : শিক্ষা সচিব May 02, 2025
img
ভারতে ব্লক করল পাকিস্তান প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল May 02, 2025
img
ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ May 02, 2025
img
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার May 02, 2025
img
টানা তিনদিনের ছুটিতেও কক্সবাজারে পর্যটক কম May 02, 2025
img
ট্রাম্পের বার্তার পরই কমেছে স্বর্ণের দাম May 02, 2025
img
বিচার ছাড়া আ. লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না : তাসনিম জারা May 02, 2025