হুয়াওয়ের গবেষণাগারে ভয়াবহ অগ্নিকান্ড

চীন ভিত্তিক টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে’র একটি গবেষণাকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় বিকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

গবেষণা কেন্দ্রটি চীনের দক্ষিণ গুয়াংডং প্রদেশের দংগুয়ানে অবস্থিত। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অগ্নিকান্ডের শিকার হুয়াওয়ের ওই গবেষণাগারে মূলত ফোর-জি এবং ফাইভ-জি-এর অ্যান্টেনা সম্পর্কিত যন্ত্রাংশের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

চীনা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হুয়াওয়ের উঁচু ভবন থেকে ঘন ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে। গবেষণাগারে একপাশে এই অগ্নিকান্ড বেশি দেখা গেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।

এদিকে হুয়াওয়ে’র অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিকাল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

 

টাইমস/এসএন

Share this news on: