আজ আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন

আয়কর রিটার্ন দাখিল করতে চাচ্ছেন? আজ রোববার শেষ দিন আয়কর রিটার্ন দাখিল করার। স্বশরীরে বিকেল  ৫টা  এবং অনলাইনে রাত ১২ টা পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এর আগে তিন দফায় সময় বৃদ্ধি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। অতঃপর ঘোষণা অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার সময় শেষ দিন ১৬ জানুয়ারি নির্ধারণ করা হয়।

গত ৩০ জানুয়ারি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তৃতীয় দফায় বৃদ্ধি করে ১৬ ফেব্রুয়ারি করা হয়। একই পৃথক আদেশে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করে ১৬ মার্চ করা হয়।
এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।

গত আগস্ট মাসের পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময় বাড়ানো হয়েছিল।এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরতদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। ৩৬৫ দিনই লোকজন দিতে পারবে। নির্ধারিত সময়ে যারা ট্যাক্স রিটার্ন দেবেন, তাদের ট্যাক্স ক্যালকুলেশন এক রকম হবে, আর পরে যারা দিবেন তাদের অটোমেটিক্যালি অতিরিক্ত জরিমানা চলে আসবে। সেটা ধার্যকৃত ট্যাক্সের ওপর প্রতি মাসে ২ শতাংশ। ম্যাক্সিমাম সিলিং ২৪ মাস। আমরা ৪৮ শতাংশের বেশি কারো কাছ থেকে ইন্টারেস্ট নেব না।

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করে। ওই সিস্টেম দিয়ে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারছেন করদাতারা।

দেশে বর্তমানে এক কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন, যার মধ্যে মাত্র ৫ লাখ রিটার্ন অনলাইনে জমা দেওয়া হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ১৩ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

প্রসঙ্গত, সাধারণত কোনো ব্যক্তি-করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয়, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে চার লাখ টাকার বেশি হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে পাঁচ লাখ টাকার বেশি হয় এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি হলে তার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।

এ ছাড়া আরও অনেক কারণে ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। শুধু রিটার্ন দাখিল করলেই হবে না, বিভিন্ন সরকারি সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্রও দেখাতে হবে। 

Share this news on:

সর্বশেষ

img
ডাকসু প্রার্থীদের আইন ভাঙার বিষয়টি বাজে বার্তা দিয়েছে: ভিপি প্রার্থী ইমি Sep 09, 2025
img
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা Sep 09, 2025
img
বিশৃঙ্খলা না থামলে নেপালে রাতেই নামবে সেনাবাহিনী Sep 09, 2025
img
জাতির উদ্দেশে ভাষণ দিলেন নেপালের সেনাপ্রধান Sep 09, 2025
img
জাতীয় ঐক্যের আহ্বান নেপালের প্রেসিডেন্টের Sep 09, 2025
img
হাসিনা ও রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল : রনি Sep 09, 2025
img
বুধবার বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা Sep 09, 2025
img
হাসিনাকে টেনেহিঁচড়ে নামিয়েছি আবার বাংলাদেশে হাসিনাগিরি দেখার জন্য না : জাহেদ উর রহমান Sep 09, 2025
img
‘এই কষ্ট কোনোদিন ভুলব না’ ছাত্রদল নেতা হামিমের সঙ্গে বাগবিতণ্ডার পর ঢাবি শিক্ষক Sep 09, 2025
img
ডাকসুর ফলাফলের নামে ভুয়া তথ্যে সয়লাব সোশ্যাল মিডিয়া Sep 09, 2025
img
নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন : এসএম ফরহাদ Sep 09, 2025
img
এসএ টোয়েন্টির নিলামে বিক্রি হননি মুস্তাফিজ Sep 09, 2025
img
যে শিক্ষককে ধমকাতে পারে তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস Sep 09, 2025
img
বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট সাময়িক স্থগিত Sep 09, 2025
img
কাতারে হামলায় নিহত ২ Sep 09, 2025
img
কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল সরকার Sep 09, 2025
img
ট্রাম্পকে খোঁচা দিয়ে মঞ্চে লিরিক্স বদলালেন বাদশা Sep 09, 2025
img
ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণণ Sep 09, 2025
img
আবু বাকেরের অভিযোগকে ‘গাঁজাখুরি গল্প’ বললেন মির্জা আব্বাস Sep 09, 2025
img
কারও ফাঁদে পা দেবেন না, বিজয় শিক্ষার্থীদেরই হবে : শিবির সভাপতি Sep 09, 2025