এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর বেড়েছে আকাশচুম্বী

দেশের শেয়ারবাজারে দ্রুত বাড়ছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার দাম। মাত্র ১০ দিনে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে প্রায় আড়াইগুণ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য বিনিয়োগকারীদের সতর্ক করে ডিএসই থেকে একাধিকবার সতর্ক বার্তা প্রকাশ করা হয়েছে। কিন্তু তাতে কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা থামেনি।

বরং গত সপ্তাহজুড়েও এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে ছিল। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে ডিএসই দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটির শেয়ার। এর মাধ্যমে পরপর দুই সপ্তাহ দাম বাড়ার শীর্ষ স্থানটি ধরে রাখলো কোম্পানিটি।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৩ দশমিক ২৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ৮০ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৫ টাকা ৪০ পয়সা।

আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৫৭ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বাড়ে ৫ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বাড়ে ৫৫ কোটি ৮ লাখ ৭৮ হাজার ১৬০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ১৫ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শুরুতে ছিল ৯ টাকা ৮০ পয়সা।

অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম ৯ টাকা ৮০ পয়সা থেকে ২৩ টাকা ৬০ পয়সা হয়েছে। এ হিসাবে দুই সপ্তাহে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা। এই দাম বাড়ার হার ১৪০ দশমিক ৮২ শতাংশ।

অন্যভাবে বলা যায় কোনো বিনিয়োগকারী দুই সপ্তাহ আগে কোম্পানিটির ১ লাখ টাকার শেয়ার কিনলে এখন তার দাম ২ লাখ ৪০ হাজার ৮১৬ টাকা। দুই সপ্তাহের শেয়ারবাজারে লেনদেন হয় ১০ কার্যদিবস। এ হিসাবে ১০ দিনেই এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারে বিনিয়োগ করে টাকা প্রায় আড়াইগুণ হয়ে গেছে। অথবা ১ লাখ টাকা বিনিয়োগ করে ১০ দিনেই ১ লাখ ৪০ হাজার টাকা মুনাফা পাওয়া গেছে।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ৫ শতাংশ নগদ এবং ২০২১, ২০২০, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালে সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ৪৮ দশমিক ৫০ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ১৭ দশমিক ৪৫ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক শূন্য ৫ শতাংশ আছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলসের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। ৩৭ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এরামিট সিমেন্ট।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আরএসআরএম স্টিলের ৩১ দশমিক ৯১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৬ দশমিক ৮৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২০ দশমিক ৪১ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ১৯ শতাংশ, ইউসিবি’র ১৮ দশমিক ৮৯ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১৮ দশমিক শূন্য ৪ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ১৭ দশমিক ২৪ শতাংশ দাম বেড়েছে।

Share this news on:

সর্বশেষ

img
বলিউডে নারী অভিনেত্রীর প্রতি বৈষম্য নিয়ে সোচ্চার কৃতি Sep 02, 2025
img
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার Sep 02, 2025
img
আন্তর্জাতিক বক্স অফিসে রেকর্ড গড়ল ‘পরম সুন্দরী’ Sep 02, 2025
img
নুরের ওপর হামলায় সারাদেশে বিক্ষোভের ডাক, উপদেষ্টার পদত্যাগ দাবি Sep 02, 2025
img
বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইরানি সিনেমা ‘ফেরেশতা’ Sep 02, 2025
img
মহেশ বাবু প্রসঙ্গে মুখ খুললেন তেজা সাজ্জা Sep 02, 2025
img
মৌচাকে মসজিদে আগুন Sep 02, 2025
img
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ইনিংস খেলতে চান বিসিবি সভাপতি বুলবুল Sep 02, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের, হাসপাতালে ৪৭৩ Sep 02, 2025
img
মুক্তির আগেই আলোচনায় ‘বাঘি ৪’ Sep 02, 2025
img
বাংলাদেশের সমুদ্রসম্পদ এখনো পুরোপুরি অজানা : উপদেষ্টা Sep 02, 2025
img
অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দিতে ভিয়েতনাম পৌঁছেছেন ফাহামিদুল Sep 02, 2025
img
সাদা পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া Sep 02, 2025
img
বেশী মানুষের মাঝে নার্ভাস হয়ে যাই: সাবিলা নূর Sep 02, 2025
img
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার Sep 02, 2025
img
প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ‘লোকাহ চ্যাপ্টার টু’ Sep 02, 2025
img
ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, গালাতাসারেতেও অনাগ্রহ- অ্যাস্টন ভিলাতেই থেকে যাচ্ছেন মার্টিনেজ? Sep 02, 2025
img

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সাবেক আইজিপি মামুন

‘আমার মাধ্যমে সত্য উদঘাটন হলে বাকি জীবনটা অপরাধবোধ থেকে মুক্তি পাব’ Sep 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ভারত ‘দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি’র আলোচনা শুরু Sep 02, 2025
img
বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন ম্রুণাল, পুরোনো স্বীকারোক্তি ভাইরাল Sep 02, 2025