এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর বেড়েছে আকাশচুম্বী

দেশের শেয়ারবাজারে দ্রুত বাড়ছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার দাম। মাত্র ১০ দিনে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে প্রায় আড়াইগুণ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য বিনিয়োগকারীদের সতর্ক করে ডিএসই থেকে একাধিকবার সতর্ক বার্তা প্রকাশ করা হয়েছে। কিন্তু তাতে কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা থামেনি।

বরং গত সপ্তাহজুড়েও এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে ছিল। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে ডিএসই দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটির শেয়ার। এর মাধ্যমে পরপর দুই সপ্তাহ দাম বাড়ার শীর্ষ স্থানটি ধরে রাখলো কোম্পানিটি।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৩ দশমিক ২৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ৮০ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১৫ টাকা ৪০ পয়সা।

আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৫৭ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বাড়ে ৫ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বাড়ে ৫৫ কোটি ৮ লাখ ৭৮ হাজার ১৬০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ১৫ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শুরুতে ছিল ৯ টাকা ৮০ পয়সা।

অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম ৯ টাকা ৮০ পয়সা থেকে ২৩ টাকা ৬০ পয়সা হয়েছে। এ হিসাবে দুই সপ্তাহে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা। এই দাম বাড়ার হার ১৪০ দশমিক ৮২ শতাংশ।

অন্যভাবে বলা যায় কোনো বিনিয়োগকারী দুই সপ্তাহ আগে কোম্পানিটির ১ লাখ টাকার শেয়ার কিনলে এখন তার দাম ২ লাখ ৪০ হাজার ৮১৬ টাকা। দুই সপ্তাহের শেয়ারবাজারে লেনদেন হয় ১০ কার্যদিবস। এ হিসাবে ১০ দিনেই এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারে বিনিয়োগ করে টাকা প্রায় আড়াইগুণ হয়ে গেছে। অথবা ১ লাখ টাকা বিনিয়োগ করে ১০ দিনেই ১ লাখ ৪০ হাজার টাকা মুনাফা পাওয়া গেছে।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ৫ শতাংশ নগদ এবং ২০২১, ২০২০, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালে সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ৪৮ দশমিক ৫০ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ১৭ দশমিক ৪৫ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক শূন্য ৫ শতাংশ আছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলসের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। ৩৭ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এরামিট সিমেন্ট।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- আরএসআরএম স্টিলের ৩১ দশমিক ৯১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৬ দশমিক ৮৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২০ দশমিক ৪১ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ১৯ শতাংশ, ইউসিবি’র ১৮ দশমিক ৮৯ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১৮ দশমিক শূন্য ৪ শতাংশ এবং পেনিনসুলা চিটাগাংয়ের ১৭ দশমিক ২৪ শতাংশ দাম বেড়েছে।

Share this news on:

সর্বশেষ

img
সরকার গঠন তো দূর, জামায়াত ১০ সিটও পাবে কি না সন্দেহ : শহীদ খান Sep 02, 2025
img
হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাপা: রিজভী Sep 02, 2025
img
রেল অবরোধের পর ব্যাংক ট্রেজারি অফিসে তালা বাকৃবি শিক্ষার্থীদের Sep 02, 2025
img
১৩ হাজার লিটার চোরাই পেট্রোলসহ আটক ২ Sep 02, 2025
img
পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে: সাইফুল হক Sep 02, 2025
img
ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়া আহসানের দুই সিনেমা Sep 02, 2025
img
বিসিবি পরিচালক পদে নির্বাচন করবো: বুলবুল Sep 02, 2025
নবীজি যেমন উদ্যোক্তা ছিলেন | ইসলামিক জ্ঞান Sep 02, 2025
‘আমি চুপ থেকেছি, কারণ ওর সম্মানটাই বড়’ দেবের শান্ত জবাব Sep 02, 2025
নির্বাচনে তামিম–বুলবুলের লড়াই, আবারও পরিচালক হচ্ছেন মাহবুব আনাম Sep 02, 2025
মোদিকে ‘মহামহিম প্রধানমন্ত্রী’ বললেন পুতিন Sep 02, 2025
জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি নিয়ে দৃঢ় অবস্থান জামায়াতের Sep 02, 2025
ক্যাম্পেইনে ছবি তুললেই ‘শিবির’ ট্যাগ! এসএম ফরহাদের অভিযোগ Sep 02, 2025
এক ধরণ ছাড়া বাকি সব ভিসা দিচ্ছে ভারত Sep 02, 2025
সোনার ভরি এক লাখ ৭৫ হাজার ছাড়াল Sep 02, 2025
img
জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর Sep 02, 2025
img
সব অভিযোগ তুলে মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন রাজ রিপা Sep 02, 2025
img
প্যাট কামিন্সকে নিয়ে হতাশার খবর জানালো অস্ট্রেলিয়া Sep 02, 2025
img
নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল Sep 02, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার শঙ্কা Sep 02, 2025