রোজা শুরুর আগেই বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে নিত্যপণ্য সয়াবিন তেলের সংকট আরও তীব্র হয়েছে। এতদিন খুচরা বাজারে পরিমাণে কম এবং ছোট বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও রোজার ঠিক আগে সেটিও উধাও হয়ে গেছে। পাড়া-মহল্লার দোকান কিংবা খুচরা বাজারের অধিকাংশটিতেই একেবারেই ব্ল্যাকআউট বোতলজাত সয়াবিন তেল। কালেভদ্রে বিভিন্ন দোকানে স্থানীয়ভাবে তৈরি করা ১-২ লিটার কিংবা ৫০০ মিলিলিটারের ছোট বোতল মিলছে। তবে প্রচলিত কোম্পানির ৫ লিটারের সয়াবিন তেলের বোতল একেবারেই উধাও হয়ে গেছে।

শনিবার (১ মার্চ) রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার, উত্তরার আজমপুর কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে সয়াবিন তেলের বোতল দৃশ্যমান নেই। বোতলজাত তেল চাইলে তারা ক্রেতাদের না করে দিচ্ছেন। তবে খোলা তেল ও পাম অয়েলের পর্যাপ্ত মজুদ দোকানগুলোতে দেখা গেছে। আবার অনেক দোকানে প্রচলিত সয়াবিন তেলের কোম্পানির অনুপস্থিতিতে স্থানীয়ভাবে বোতলজাত করা বিভিন্ন নামের বোতলজাত সয়াবিন তেল দেখা গেছে। তবে বোতলজাত সয়াবিন তেলের সংকটের বিষয়টি নিয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন অধিকাংশ দোকানি।

তিনি বলেন, এমন কি হয়ে গেল যে এক মাসেরও বেশি সময় ধরে এই চলমান সংকট সমাধান করা গেল না। এছাড়া ডিস্ট্রিবিউটর পর্যায়েও তেলের সংকট দেখা দিয়েছে। ফলে আমরা খুচরা বিক্রেতারা পর্যাপ্ত পণ্য পাচ্ছি না।
আব্দুল হামিদ নামে আরেক দোকানি বলেন, কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। আবার তেল চাইলে তেল, ময়দা, আটা, সুজির বস্তা নিতে বলছেন। এই সুযোগে কেউ কেউ খোলা তেল বোতলে ভরে বোতলজাত সয়াবিন তেলের দামে বিক্রি করছেন।

এমন অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন, সরকারের বাজার তদারকির ঘাটতির কারণে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন এবং তেলের সরবরাহ সীমিত রাখছেন। এই সংকট নিরসনে দ্রুত বাজার মনিটরিং, কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তেল সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া জরুরি বলেও মন্তব্য করছেন তারা।

শহীদুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, রোজায় ভাজাপোড়া খাবার তৈরিসহ বিভিন্ন কারণে সয়াবিন তেলের প্রয়োজনীয়তা বেশি হয়। কিন্তু দোকান ঘুরেও বোতলজাত তেল পাইনি। শেষ পর্যন্ত কয়েক দোকান ঘুরে ২ লিটারের ১টি বোতল পেয়েছি।
সায়মা নাহার নামে আরেক ক্রেতা বলেন, সয়াবিন তেলের এই সংকট গত মাসেই শুরু হয়েছে। এটি এখনও নিরসন হয়নি। কিন্তু দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি, যাতে রমজান মাসে ভোক্তারা স্বস্তিতে থাকতে পারেন।

এই পরিস্থিতিতে সরকারের গাফিলতিকেই দায়ী করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এস নাজের হোসাইন। তিনি বলেন, আমাদের উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন যে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু সমাধান হয়নি। এখন পারস্পরিক দোষারোপ চলছে। এগুলো করেই সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়েছে। সরকার যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সেটি গ্রহণ করতে পারেনি। যা ভোক্তাদের জন্য বাড়তি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও দ্রুততম সময়ের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের জোরালো পদক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Share this news on:

সর্বশেষ

img
সরকার গঠন তো দূর, জামায়াত ১০ সিটও পাবে কি না সন্দেহ : শহীদ খান Sep 02, 2025
img
হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাপা: রিজভী Sep 02, 2025
img
রেল অবরোধের পর ব্যাংক ট্রেজারি অফিসে তালা বাকৃবি শিক্ষার্থীদের Sep 02, 2025
img
১৩ হাজার লিটার চোরাই পেট্রোলসহ আটক ২ Sep 02, 2025
img
পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে: সাইফুল হক Sep 02, 2025
img
ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়া আহসানের দুই সিনেমা Sep 02, 2025
img
বিসিবি পরিচালক পদে নির্বাচন করবো: বুলবুল Sep 02, 2025
নবীজি যেমন উদ্যোক্তা ছিলেন | ইসলামিক জ্ঞান Sep 02, 2025
‘আমি চুপ থেকেছি, কারণ ওর সম্মানটাই বড়’ দেবের শান্ত জবাব Sep 02, 2025
নির্বাচনে তামিম–বুলবুলের লড়াই, আবারও পরিচালক হচ্ছেন মাহবুব আনাম Sep 02, 2025
মোদিকে ‘মহামহিম প্রধানমন্ত্রী’ বললেন পুতিন Sep 02, 2025
জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি নিয়ে দৃঢ় অবস্থান জামায়াতের Sep 02, 2025
ক্যাম্পেইনে ছবি তুললেই ‘শিবির’ ট্যাগ! এসএম ফরহাদের অভিযোগ Sep 02, 2025
এক ধরণ ছাড়া বাকি সব ভিসা দিচ্ছে ভারত Sep 02, 2025
সোনার ভরি এক লাখ ৭৫ হাজার ছাড়াল Sep 02, 2025
img
জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর Sep 02, 2025
img
সব অভিযোগ তুলে মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন রাজ রিপা Sep 02, 2025
img
প্যাট কামিন্সকে নিয়ে হতাশার খবর জানালো অস্ট্রেলিয়া Sep 02, 2025
img
নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল Sep 02, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার শঙ্কা Sep 02, 2025