৬ মাসে ৩২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ গ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ৬ হাজার ৭৪৪ কোটি টাকা নিট ঋণ নিয়েছে। ফলে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৬৬৬ কোটি টাকা।

শুধু ব্যাংক নয়, ব্যাংক-বহির্ভূত উৎস থেকেও সরকারের ঋণ গ্রহণ বেড়েছে। প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকের বাইরে থেকে সরকার ২৪ হাজার ৬৮৮ কোটি টাকা নিট ঋণ নিয়েছে, যা আগের ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। গত অর্থবছরের প্রথম ছয় মাসে এই খাত থেকে সরকার ৭ হাজার ৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল।

সামগ্রিকভাবে, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণও বেড়েছে। প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৩২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৯ গুণ বেশি। ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে অভ্যন্তরীণ ঋণের নিট পরিমাণ ছিল মাত্র ৪৫৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকারের নেওয়া ঋণের পরিশোধ করতেই ব্যাংক ব্যবস্থা থেকে নতুন ঋণ নিতে হয়েছে সরকারকে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার কোনো নতুন ঋণ নেয়নি; বরং এই সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংককে ৫৮ হাজার ১১৬ কোটি টাকা ফেরত দিয়েছে।

সরকারের ঋণ গ্রহণ বৃদ্ধির একটি কারণ হলো বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন ব্যয় পরিশোধ করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সার ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার ১২ হাজার ৫৪২ কোটি টাকা পরিশোধ করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে এই বাবদ সরকারের ব্যয় ছিল ৩৬ হাজার ৫৮৬ কোটি টাকা।

অন্যদিকে, ব্যাংক-বহির্ভূত খাত থেকে সরকারের ঋণ বৃদ্ধির আরেকটি কারণ সরকারি সিকিউরিটিজের প্রতি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আগ্রহ বেড়ে যাওয়া। চলতি অর্থবছরের প্রথমার্ধে ব্যাংক-বহির্ভূত ঋণ গ্রহণের ফলে মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১৩০ কোটি টাকা।

তবে সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে সরকার সাধারণত ব্যাংক-বহির্ভূত খাত থেকে ঋণ নিয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র কেনার তুলনায় ভাঙানোর প্রবণতা বেড়েছে, যার ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সঞ্চয়পত্র থেকে নিট ঋণ না বাড়িয়ে বরং ২ হাজার ২৪৪ কোটি টাকা কমেছে। আগের অর্থবছরের একই সময়ে এই খাতে নিট ঋণ কমেছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা।

সরকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ১৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ব্যাংক খাত থেকে ৯৯ হাজার কোটি টাকা এবং ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ১৮ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে অর্থবছরের প্রথমার্ধেই ব্যাংক-বহির্ভূত খাত থেকে সরকার পুরো বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৬৮৮ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। 

এফ পি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Aug 29, 2025
img
গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১ Aug 29, 2025
img
বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল Aug 29, 2025
img

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ Aug 29, 2025
img
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর Aug 29, 2025
img
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষুব্ধ হলেও বিস্মিত নন ট্রাম্প : হোয়াইট হাউস Aug 29, 2025
img
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল ১ জনের, জেলায় মোট মৃত্যু ৪৩ Aug 29, 2025
img
জুলাই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার Aug 29, 2025
img
বিশ্বকাপ বাছাইয়ের শেষ ২ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা Aug 29, 2025
img
রণবীরের ‘ধুরন্ধর’ টিজার প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘পরম সুন্দরী’র সঙ্গে Aug 29, 2025
img
চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ Aug 29, 2025
img
গাজায় মানবিক সহায়তা মিশনের অর্ধেকই বাধাগ্রস্ত করেছে ইসরায়েল : জাতিসংঘ Aug 29, 2025
img
এবার যুক্তরাষ্ট্রের পর ১৫ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাল যুক্তরাজ্য Aug 29, 2025
img
কুয়েত ও লেবাননের ক্লাবের গ্রুপে বসুন্ধরা কিংস Aug 29, 2025
img
সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার Aug 29, 2025
img
একই সপ্তাহে জাহ্নবী কাপুরের দুই ছবি Aug 29, 2025
img
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ Aug 29, 2025
img
যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের Aug 29, 2025
img
সালমান খানের ব্র্যান্ড নিয়ে সাত কোটি রুপির বিরোধ Aug 29, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল অন্তত ৬১ ফিলিস্তিনির Aug 29, 2025