বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ বিভ্রাটে ভোগান্তি

বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। ১২ এপ্রিল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্যবহারকারীরা বার্তা পাঠাতে ও স্ট্যাটাস আপলোড করতে সমস্যার মুখে পড়েন।

সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসতে থাকে, যেখানে ব্যবহারকারীরা পরিষেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছিলেন না। ডাউনডিটেক্টর সিঙ্গাপুর জানায়, স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সর্বোচ্চ ১,৯৬৪টি সমস্যা জানানো হয়।

এই বিভ্রাটের ফলে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক অস্বস্তি ও ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ৩৯৮টি অভিযোগ পাওয়া যায়।

পার্শ্ববর্তী দেশগুলোতেও একই সমস্যার মুখোমুখি হয়েছে ব্যবহারকারীরা। ডাউনডিটেক্টরের ইন্দোনেশিয়া সাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে ১,৭৪৩টি এবং মালয়েশিয়া সাইটে স্থানীয় সময় ১০টা ৪১ মিনিটে ৯৪৪টি অভিযোগ জমা পড়ে। এ ছাড়া মূল ডাউনডিটেক্টর সাইটে স্থানীয় সময় রাত ১০টা ৫২ মিনিটে সর্বোচ্চ ৩,২৯১টি অভিযোগ পাওয়া যায়।

গুগল ট্রেন্ডসে সিঙ্গাপুরের স্থানীয় সময় ৭টা ৫২ মিনিটে ‘হোয়াটসঅ্যাপ ডাউন’ অনুসন্ধানটি হঠাৎ বেড়ে যায় এবং রাত ১০টা থেকে ১১টার আগ পর্যন্ত আবারও বেড়ে যায়।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমও জানিয়েছে, সে দেশের ব্যবহারকারীরা বার্তা পাঠাতে বা স্ট্যাটাস আপলোড করতে পারছিলেন না।

মিস্টার ব্রাউন নামে পরিচিত সিঙ্গাপুরের ব্লগার লি কিন মুন ফেসবুকে বলেন, “মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ ডাউন। আমাদের ‘শুভ রাত্রি’ পোস্টগুলো আগামীকাল পাঠাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের ব্যবহারকারীরা লোকেশন যোগ করে জানান, তারাও এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

তাদের আপলোড করা স্ক্রিনশটগুলোতে বার্তার পাশে বিস্ময়বোধক চিহ্ন দেখা গেছে, যা নির্দেশ করে বার্তাগুলো পাঠানো যায়নি।

চলতি বছরের মার্চ মাসে, মেটার মালিকানাধীন আরো দুটি অ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম দুই ঘণ্টা ধরে বিশ্বব্যাপী পরিষেবা বিঘ্নের সম্মুখীন হয়।

রয়টার্স জানায়, এ ঘটনায় অনেক ব্যবহারকারী তাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যান এবং পুনরায় লগইন করতে পারেননি।

ওই সময় ফেসবুকের একজন মুখপাত্র বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি কমান্ড ইস্যু করায় প্ল্যাটফরমটির ব্যাকবোন নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
১৮৫ পোশাক কারখানা বন্ধ, বেকার হাজারো শ্রমিক Oct 12, 2025
img
হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে মধ্যরাতে Oct 12, 2025
img
রাতে কি ফের সংঘাতে জড়াবে দুই দেশ! Oct 12, 2025
img
‘শক্তি দাও যাতে তোমার ন্যায়বিচার পেতে পারি’ Oct 12, 2025
img

ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর

রক্ত-মগজের উত্তাপ হাতে না লাগলে অপরাধীদের ফিলিং আসত না Oct 12, 2025
img
অস্তিত্ব টিকাতে দৌড়াদৌড়িতে এনসিপি : মোস্তফা ফিরোজ Oct 12, 2025
img
ফর্মহীন জ্যোতি, তবু আশাবাদী দলের সহ-অধিনায়ক Oct 12, 2025
img
কক্সবাজার আদালত থেকে বিচারকের আইফোন ও মানিব্যাগ চুরি Oct 12, 2025
img
লিথুনিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশের দূত Oct 12, 2025
img
এনসিএল ফাইনালে সৌম্যের ইনিংস নিয়ে সমালোচনা Oct 12, 2025
img
দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নতি সম্ভব না : মঈন খান Oct 12, 2025
img
এনসিএল ফাইনালে কে পেলেন কত টাকার পুরস্কার Oct 12, 2025
img
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Oct 12, 2025
img
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে লিথুনিয়া-বাংলাদেশ দূতের বৈঠক Oct 12, 2025
img
‘তথ্য-প্রমাণ আছে, জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে’ Oct 12, 2025
img
সাবিনা ইয়াসমিনের কণ্ঠে মাতবে যুক্তরাজ্য Oct 12, 2025
img
কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি : মালাইকা আরোরা Oct 12, 2025
img
চার ফিফটিতে লাহোরে পাকিস্তানের দাপুটে ইনিংস Oct 12, 2025
img
গুলশান-বনানীতে অবৈধ শিশা বারে ডিএনসির অভিযান, গ্রেপ্তার ৬ জন Oct 12, 2025
img

ন্যাম মন্ত্রী পর্যায়ের সভা

উগান্ডার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্র উপদেষ্টা Oct 12, 2025