বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ বিভ্রাটে ভোগান্তি

বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। ১২ এপ্রিল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্যবহারকারীরা বার্তা পাঠাতে ও স্ট্যাটাস আপলোড করতে সমস্যার মুখে পড়েন।

সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসতে থাকে, যেখানে ব্যবহারকারীরা পরিষেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছিলেন না। ডাউনডিটেক্টর সিঙ্গাপুর জানায়, স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সর্বোচ্চ ১,৯৬৪টি সমস্যা জানানো হয়।

এই বিভ্রাটের ফলে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক অস্বস্তি ও ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ৩৯৮টি অভিযোগ পাওয়া যায়।

পার্শ্ববর্তী দেশগুলোতেও একই সমস্যার মুখোমুখি হয়েছে ব্যবহারকারীরা। ডাউনডিটেক্টরের ইন্দোনেশিয়া সাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে ১,৭৪৩টি এবং মালয়েশিয়া সাইটে স্থানীয় সময় ১০টা ৪১ মিনিটে ৯৪৪টি অভিযোগ জমা পড়ে। এ ছাড়া মূল ডাউনডিটেক্টর সাইটে স্থানীয় সময় রাত ১০টা ৫২ মিনিটে সর্বোচ্চ ৩,২৯১টি অভিযোগ পাওয়া যায়।

গুগল ট্রেন্ডসে সিঙ্গাপুরের স্থানীয় সময় ৭টা ৫২ মিনিটে ‘হোয়াটসঅ্যাপ ডাউন’ অনুসন্ধানটি হঠাৎ বেড়ে যায় এবং রাত ১০টা থেকে ১১টার আগ পর্যন্ত আবারও বেড়ে যায়।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমও জানিয়েছে, সে দেশের ব্যবহারকারীরা বার্তা পাঠাতে বা স্ট্যাটাস আপলোড করতে পারছিলেন না।

মিস্টার ব্রাউন নামে পরিচিত সিঙ্গাপুরের ব্লগার লি কিন মুন ফেসবুকে বলেন, “মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ ডাউন। আমাদের ‘শুভ রাত্রি’ পোস্টগুলো আগামীকাল পাঠাতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের ব্যবহারকারীরা লোকেশন যোগ করে জানান, তারাও এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

তাদের আপলোড করা স্ক্রিনশটগুলোতে বার্তার পাশে বিস্ময়বোধক চিহ্ন দেখা গেছে, যা নির্দেশ করে বার্তাগুলো পাঠানো যায়নি।

চলতি বছরের মার্চ মাসে, মেটার মালিকানাধীন আরো দুটি অ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম দুই ঘণ্টা ধরে বিশ্বব্যাপী পরিষেবা বিঘ্নের সম্মুখীন হয়।

রয়টার্স জানায়, এ ঘটনায় অনেক ব্যবহারকারী তাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যান এবং পুনরায় লগইন করতে পারেননি।

ওই সময় ফেসবুকের একজন মুখপাত্র বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি কমান্ড ইস্যু করায় প্ল্যাটফরমটির ব্যাকবোন নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
মক্কা অঞ্চলে নতুন সোনার খনি আবিষ্কার, বিস্তৃতি কিমি! Oct 12, 2025
img
হংকংয়ে বাংলাদেশ দল, মাঠের মান ও দূরত্ব বিড়ম্বনায় Oct 12, 2025
img
কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না : দুলু Oct 12, 2025
img
ফিল্মফেয়ারে আবেগের ঝড়, শাহরুখের সঙ্গে কাজলের ‘কালজয়ী’ স্মৃতি Oct 12, 2025
img
ডিএফটি এয়ারপোর্ট মূল্যায়নে নিরাপত্তা ও সেবায় সন্তোষজনক অবস্থানে বাংলাদেশ Oct 12, 2025
img
চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার Oct 12, 2025
img
এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন বাবর আজম Oct 12, 2025
img
১০ দলের বিষয়ে অধিকতর তদন্ত করছে ইসি Oct 12, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০ Oct 12, 2025
img
এবার বিশ্ব জিমন্যাস্টিকসে নিষিদ্ধ ইসরায়েল Oct 12, 2025
img
আলিয়ার ফিল্মফেয়ার জয় নিয়ে সমালোচনার ঝড় Oct 12, 2025
img
পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানো হয়েছে : আফগানিস্তান Oct 12, 2025
img
মাউশি ভেঙে নতুনভাবে গঠিত হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদপ্তর Oct 12, 2025
img
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুজব ও অপপ্রচার রোধে কাজ করতে হবে : তথ্যসচিব Oct 12, 2025
img
চাকসু নির্বাচনে নিরাপত্তা তদারকিতে থাকবেন ‘ম্যাজিস্ট্রেট’ Oct 12, 2025
img
ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য ডিপজলের প্রার্থনা Oct 12, 2025
img
রাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে : উপাচার্য Oct 12, 2025
img

স্থানীয় সরকার উপদেষ্টা

বিগত সরকারের পরামর্শক ফি দিয়েই এখন প্রায় পুরো প্রজেক্ট বাস্তবায়ন Oct 12, 2025
img
চাকসু ও রাকসুতে সুষ্ঠু ভোট আয়োজন চায় শিবির Oct 12, 2025
img
ভাড়া নির্ধারণে বাজারের সঙ্গে সমন্বয় আনতে রেলওয়ের আগ্রহ Oct 12, 2025