ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপে আবারও নতুন প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে সাইবার অপরাধীরা। এবার শুধু একটি ছবিতে ক্লিক করলেই আপনার ফোনে ঢুকে পড়ছে ভয়ংকর ম্যালওয়্যার, যা মুহূর্তেই হ্যাকারদের হাতে তুলে দিচ্ছে আপনার ফোনের নিয়ন্ত্রণ।
কীভাবে ঘটছে প্রতারণা?
সম্প্রতি ভারতের কয়েকজন ভুক্তভোগীর অভিজ্ঞতা অনুযায়ী, হোয়াটসঅ্যাপে একটি অজানা নম্বর থেকে আসে একটি ছবি, সঙ্গে বার্তা— “ছবির লোকটিকে চিনেন?” সন্দেহ দূর করতে ছবিতে ক্লিক করলেই ঘটে বিপত্তি। ইনস্টল হয়ে যায় ক্ষতিকর ম্যালওয়্যার, আর সেখান থেকে হ্যাকাররা হাতিয়ে নেয় ব্যাংক অ্যাকাউন্টের টাকা— কেউ কেউ হারিয়েছেন লাখ টাকার বেশি।
কী কী ক্ষতি করতে পারে এই ম্যালওয়্যার?
• ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে
• ব্যাংক ও ব্যক্তিগত তথ্য চুরি
• ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশন ট্র্যাক
• আপনার নম্বর ব্যবহার করে স্ক্যাম চালানো
কীভাবে সতর্ক থাকবেন?
• অজানা নম্বর থেকে আসা ফাইল, বিশেষ করে ছবি বা ভিডিও, ওপেন করবেন না
• হোয়াটসঅ্যাপের ‘Media Auto Download’ বন্ধ রাখুন
• ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন
• অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট রাখুন
• সন্দেহজনক মেসেজ বা কল এড়িয়ে চলুন
সাইবার নিরাপত্তা আজ সবার দায়িত্ব। এক ক্লিকেই সব হারানোর ঝুঁকি যেন না থাকে, তাই সব সময় সতর্ক থাকুন।