ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন, নতুন মৌসুমে তার দলের প্রথম পছন্দের গোলরক্ষক হচ্ছেন এডারসন। তুরস্কের ক্লাব গ্যালাতসারাইয়ে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও ব্রাজিলিয়ান এই গোলরক্ষককে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই সিটির, এমনটাই জানিয়েছেন তিনি।
৩১ বছর বয়সী এডারসনের চুক্তির মেয়াদ বাকি আর এক বছর। এদিকে পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভেড়ানোর সঙ্গে সিটির নাম জোরালোভাবে জড়ালেও, গার্দিওলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শনিবার প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে গোলবারে থাকবেন এডারসনই।
গার্দিওলা বলেছেন, ‘এই মুহূর্তে এদিই (এডারসন) আমাদের নাম্বার ওয়ান। সে পুরোপুরি ফিট।’
এ মৌসুমের আগে সিটি দলে ভিড়িয়েছে তিজিয়ানি রেইন্ডার্স, রায়ান আইত-নৌরি, রায়ান চেরকি, জেমস ট্র্যাফোর্ডসহ আরো কয়েকজনকে। তবে একইসঙ্গে কেভিন ডি ব্রুইনে, কাইল ওয়াকার ও স্কট কারসনের মতো অভিজ্ঞ তারকাদের বিদায় দিয়েছে তারা।
এছাড়া জ্যাক গ্রিলিশকে ধারে পাঠানো হয়েছে এভারটনে।
অতিরিক্ত খেলোয়াড় নিয়ে চিন্তিত গার্দিওলা বলেন, ‘প্রি-সিজনে ৪০-৪৫ জন খেলোয়াড় থাকলে সমস্যা নেই। কিন্তু মৌসুম শুরু হলে প্রতি সপ্তাহে কিছু খেলোয়াড়কে ঘরে বসিয়ে রাখা কষ্টকর হয়ে যায়। প্রতিযোগিতা বজায় রাখার জন্য সঠিক ভারসাম্য রাখতে হবে।