মানুষের অদেখা রঙ ‘ওলো’র সন্ধান

তথ্য প্রযুক্তি
মোজো ডেস্ক
২০২৫-০৪-২০ ০৫:৫২:৩৮
ছবি : সংগৃহীত
বিজ্ঞানীরা একটি ব্যতিক্রমী রঙের খোঁজ পেয়েছেন, যা মানব দৃষ্টির সীমার বাইরে অবস্থিত। এই নতুন রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’। তবে সাধারণ চোখে এই রঙ দেখা যায় না। এটি দেখার জন্য রেটিনার নির্দিষ্ট স্থানে লেজার রশ্মি ব্যবহার করতে হয়।

এখন পর্যন্ত মাত্র পাঁচজন ব্যক্তি এই রঙ দেখার সুযোগ পেয়েছেন।

বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে জানানো হয়, ‘ওলো’ দেখতে অনেকটা ময়ূরের পালকের নীলচে রঙের মতো হলেও এর উজ্জ্বলতা ও গভীরতা সাধারণ যেকোনো রঙের তুলনায় অনেক বেশি।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার রঙ ও দৃষ্টিশক্তি বিষয়ে মানুষের বোঝাপড়ায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।

গবেষকরা জানান, চোখের মধ্যবর্তী অংশে থাকা ‘এম-কোন’ নামে পরিচিত কোষগুলোকে সচল করে এই রঙ দেখা সম্ভব। সাধারণ আলোতে এই কোষগুলো সক্রিয় হয় না, তাই সাধারণভাবে এই রঙ দেখা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রেন এনজি বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম এটা একেবারে নতুন ধরনের রঙ হবে। কিন্তু বাস্তবে দেখার পর আমরা মুগ্ধ হয়ে গেছি। এতটা জীবন্ত ও তীব্র রঙ আমরা কখনো দেখিনি।

তবে এই রঙ কোনো ছবি, স্ক্রিন বা পত্রিকায় প্রকাশ করা সম্ভব নয়।

গবেষক অস্টিন রোর্ডা বলেন, এই রঙকে কোনোভাবেই মনিটরে বা ছবিতে ঠিকভাবে তুলে ধরা যায় না। আমরা যা দেখতে পাই তা কেবল ‘ওলো’-এর একটি দুর্বল প্রতিচ্ছবি মাত্র। আসল অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা, চমকপ্রদ।

মানুষের চোখে তিন ধরনের রঙ ধারণক্ষম কোষ থাকে—এস, এম ও এল, যেগুলো যথাক্রমে নীল, সবুজ ও লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো ধারণ করে। কিন্তু এম-কোন সাধারণ আলোয় সক্রিয় না হওয়ায় এর মাধ্যমে দেখা সম্ভব এমন রঙ আমরা আগে কখনো দেখিনি।

গবেষক দল এই কোষগুলোকে শনাক্ত করে লেজার রশ্মির মাধ্যমে সরাসরি এম-কোনে আলো পাঠিয়ে এই নতুন রঙ ‘ওলো’-এর অনুভূতি তৈরি করেন।

তবে বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—দৈনন্দিন জীবনে আমরা ‘ওলো’ কখনোই দেখতে পাব না। এটি কোনো টিভি, স্মার্টফোন বা ভার্চুয়াল রিয়ালিটির প্রযুক্তির মাধ্যমে দেখানো সম্ভব নয়।
এই আবিষ্কার প্রমাণ করে, মানুষের চেনা দৃষ্টিসীমার বাইরেও এক নতুন রঙের জগৎ অপেক্ষা করছে।

আরএ

সর্বশেষ


তথ্য প্রযুক্তি এর আরও সংবাদ

বিটকয়েন মাইনিংয়ের ক্ষতিকর প্রভাব কী?

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

‘ক্রোম’ কিনতে চায় ওপেনএআই!

অ্যাপল-মেটাকে ইউরোপে বিশাল জরিমানা

মহাকাশচারীদের অন্যতম সঙ্গী কনডম, কিন্তু কেন?

দুর্যোগে নিরবচ্ছিন্ন সংযোগ রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেটে বাড়ছে আগ্রহ

আইন প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে আরব আমিরাত

মেটাকে টেক্কা দিতে এআর চশমা নিয়ে আসছে অ্যাপল

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

আজ বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস

ইতিহাসে প্রথম মানব-রোবট হাফ ম্যারাথন

ইনস্টাগ্রামে রিলস শেয়ার করার নতুন উপায়

ঘরে বসেই ৩০ মিনিটে এনআইডির ছবি পরিবর্তন

মানুষের অদেখা রঙ ‘ওলো’র সন্ধান

‘আজ থেকে সর্বনিম্ন ১০ এমবিপিএস ইন্টারনেট পাবেন গ্রাহকরা’

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us