ঘরে বসেই ৩০ মিনিটে এনআইডির ছবি পরিবর্তন

তথ্য প্রযুক্তি
মোজো ডেস্ক
২০২৫-০৪-২০ ০৭:৩৪:১৬
ছবি : সংগৃহীত
এক দশকের বেশি সময় আগে তোলা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবিগুলো অনেকের বর্তমান চেহারার সঙ্গে আর মিলছে না। অনেক সময় ছবিগুলো অস্পষ্ট বা আকর্ষণহীন হওয়ায় তা পরিবর্তনের প্রয়োজন পড়ে। এ কারণে নাগরিকরা আগ্রহী হচ্ছেন ছবি ও অন্যান্য তথ্য হালনাগাদ করতে।

সুযোগও রয়েছে—এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এনআইডির ছবি ও তথ্য পরিবর্তন করা সম্ভব। ছবি পরিবর্তনের পাশাপাশি প্রয়োজন হলে অন্যান্য পুরনো তথ্যও সহজেই হালনাগাদ করা যাচ্ছে।

এনআইডির ছবি ও তথ্য পরিবর্তনের অনলাইন পদ্ধতি

জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য হালনাগাদ করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration এ যেতে হবে।ওয়েবসাইটে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজারে “This Connection is Untrusted” লেখা আসতে পারে। সেক্ষেত্রে “I Understand the Risks” → “Add Exception” → “Confirm Security Exception” এ ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে।

এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আপনার এনআইডি কার্ডের তথ্য এবং মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড ব্যবহার করে লগইন করতে হবে।

রেজিস্ট্রেশন ধাপসমূহ
১. প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন করুন।
২. মোবাইল নম্বরে পাওয়া এক্টিভেশন কোড দিয়ে লগইন করুন।
৩. তথ্য পরিবর্তনের ফর্ম পূরণ করে প্রিন্ট করুন।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন।
৫. প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে অনলাইনে জমা দিন।
৬. “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” অপশনে ক্লিক করুন।

ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য
এনআইডি নম্বর (১৩ সংখ্যার হলে জন্মসালসহ লিখতে হবে, যেমনঃ ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০), জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার হবার সময় যা দিয়েছিলেন), পাসওয়ার্ড (৮ অক্ষরের, বড় হাতের অক্ষর ও সংখ্যা মিলিয়ে; উদাহরণঃ NIDhelp2020), ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক।

রেজিস্ট্রেশনের পরে মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যা নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে। কোড না এলে “পুনরায় কোড পাঠান (SMS)” অপশনে ক্লিক করুন।

সফল রেজিস্ট্রেশনের পর লগইন অপশন আসবে। লগইন করতে হবে এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড এবং মোবাইল/ইমেইলের মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড দিয়ে।

তথ্য হালনাগাদের সুবিধা
লগইনের পর নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত আপনার সকল তথ্য দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ছবি পরিবর্তনও করতে পারবেন। এই পুরো অনলাইন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট।

আরএ



সর্বশেষ


তথ্য প্রযুক্তি এর আরও সংবাদ

বিটকয়েন মাইনিংয়ের ক্ষতিকর প্রভাব কী?

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

‘ক্রোম’ কিনতে চায় ওপেনএআই!

অ্যাপল-মেটাকে ইউরোপে বিশাল জরিমানা

মহাকাশচারীদের অন্যতম সঙ্গী কনডম, কিন্তু কেন?

দুর্যোগে নিরবচ্ছিন্ন সংযোগ রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেটে বাড়ছে আগ্রহ

আইন প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে আরব আমিরাত

মেটাকে টেক্কা দিতে এআর চশমা নিয়ে আসছে অ্যাপল

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

আজ বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস

ইতিহাসে প্রথম মানব-রোবট হাফ ম্যারাথন

ইনস্টাগ্রামে রিলস শেয়ার করার নতুন উপায়

ঘরে বসেই ৩০ মিনিটে এনআইডির ছবি পরিবর্তন

মানুষের অদেখা রঙ ‘ওলো’র সন্ধান

‘আজ থেকে সর্বনিম্ন ১০ এমবিপিএস ইন্টারনেট পাবেন গ্রাহকরা’

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us