ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে পাকিস্তানি ক্রিকেটাররা এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। তবে বেশ কয়েক বছর ধরে পাকিস্তানি ক্রিকেটারদের এই লিগে খেলার সুযোগ দেওয়া হয় না। তাই এবার পরিচয় বদলে আইপিএলে খেলতে চান মোহাম্মদ আমির।
মূলত যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলের পরের আসরে খেলতে চান এই পেসার। আমিরের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। বাঁহাতি এই পেসারের আশা আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এবং সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন।
আমির বলেন, 'সত্যি বলতে যদি সুযোগ পাই আমি আইপিএলে খেলব। আমি এটা খোলাখুলিই বলছি। কিন্তু যদি সুযোগ না পাই, তাহলে আমি পিএসএলে খেলব। আগামী বছরের মধ্যে, আমার আইপিএলে খেলার সুযোগ হবে এবং যদি সুযোগ দেওয়া হয়, তাহলে কেন নয়?'
বর্তমানে আইপিএলের সঙ্গে পাকিস্তান সুপার লিগও (পিএসএল) চলছে। তবে এর কারণ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠের এই আসরের জন্য পাকিস্তান কিছুটা দেরিতে পিএসএল আয়োজন করেছে। তবে আগামী আসরে এমনটা হবে না বলে মনে করেন আমির। তাই সুযোগ পেলে পিএসএলেও খেলতে চান তিনি।
আমির বলেন, 'আমি মনে করি না পরের বছর আইপিএল এবং পিএসএল একই সময়ে হবে। কারণ এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল। যদি আমাকে প্রথমে পিএসএলে ডাকা হয়, তাহলে আমি আর খেলতে পারব না, কারণ আমাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে।'
আরআর/টিএ