পাকিস্তানের বিরুদ্ধে যে বড় ৭ পদক্ষেপ নিচ্ছে ভারত

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সাতটি বড় পদক্ষেপ নিয়েছে। নরেন্দ্র মোদির সরকার এ হামলায় আন্তঃসীমান্ত সংযোগ নিয়ে অভিযোগ করার পর পাঁচটি পদক্ষেপ ঘোষণা করেছিল।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে আলোচনার পর আরও দুটি পদক্ষেপের ঘোষণা আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে পদক্ষেপগুলো হলো-
ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। মোদির সরকার জানিয়েছে, পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করলে এটি স্থগিত থাকবে।

বুধবার আত্তারি সমন্বিত চেকপোস্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যারা অনুমোদন নিয়ে সীমান্ত অতিক্রম করেছেন তাদের ১ মে-এর আগে ওই পথ দিয়ে ফিরে আসার সুযোগ থাকবে।

পাকিস্তানি নাগরিকদের সার্ক বিশেষ ভিসার আওতায় ভারতে ভ্রমণের অনুমতি দেবে না। পাকিস্তানি নাগরিকদের পূর্বে জারি করা ওই ক্যাটাগরির ভিসা বাতিল করা হয়েছে। এ ভিসাধারী সকল পাকিস্তানিকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে।

নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা/সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দেশত্যাগের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ভারত ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন থেকে তাদের প্রতিরক্ষা কর্মীদের প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে।

হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে আনা।

ভিসানীতি আরও কড়াকড়ি করেছে ভারত। তাৎক্ষণিক এক সিদ্ধান্তে পাকিস্তানি নাগরিকদের সব ভিসা স্থগিত করা হয়েছে। সব পাকিস্তানি নাগরিককে ২৭ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে। তবে যাদের মেডিকেল ভিসা আছে তারা কেবল ২৯ এপ্রিল পর্যন্ত থাকতে পারবেন।

সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের আটারি, হুসেইনিওয়ালা এবং সাদকিতে রিট্রিট অনুষ্ঠানের সময় আনুষ্ঠানিক প্রদর্শনী কমিয়ে আনার জন্য একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে। মূল পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ভারতীয় গার্ড কমান্ডারের সঙ্গে প্রতিপক্ষ গার্ড কমান্ডারের প্রতীকী করমর্দন স্থগিত করা। অনুষ্ঠানের সময় গেটগুলো বন্ধ থাকবে। এই পদক্ষেপটি আন্তঃসীমান্ত শত্রুতা সম্পর্কে ভারতের গুরুতর উদ্বেগকে প্রতিফলিত করে এবং পুনরায় নিশ্চিত করে যে শান্তি এবং উসকানি একসঙ্গে চলতে পারে না। বিএসএফের ভাষ্য এটি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এবার ইরানের পরমাণু গবেষণার এলাকায় বিস্ফোরণ May 01, 2025
img
মার্কিন নীতির প্রতিবাদে কোকাকোলা বর্জনের ঢেউ ইউরোপেও ! May 01, 2025
img
জ্বালানি সরবরাহ বাড়াতে পেট্রোবাংলার পদক্ষেপ May 01, 2025
img
দেশ গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা May 01, 2025
ব্রয়লার মুরগিতে নতুন ব্যাকটেরিয়ার ভয়ংকর রূপ! May 01, 2025
২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা May 01, 2025
আট মাসে দুদকের হানায় জব্দ ১৩ হাজার কোটি টাকার সম্পদ May 01, 2025
পাকি'স্তানের আকাশসীমা বন্ধে ভুগছে যুক্তরাষ্ট্রের যাত্রীরা May 01, 2025
সাকিবকে ছাড়িয়ে বিশ্বসেরাদের কাতারে এখন মিরাজ May 01, 2025
img
লোকসান কমাতে বিদ্যুতের দাম সমন্বয় করতে চায় ডেসকো-ওজোপাডিকো May 01, 2025