জ্বালানি সরবরাহ বাড়াতে পেট্রোবাংলার পদক্ষেপ

দেশের জ্বালানির চাহিদা ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা।

বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের চাহিদা ও জোগানের মধ্যে ব্যবধান কমাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় পেট্রোবাংলা গ্যাস অনুসন্ধান, মূল্যায়ন কাম উন্নয়ন এবং ওয়ার্কওভারের মাধ্যমে গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া গ্যাস সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বিদ্যমান সিস্টেম/কারিগরি ক্ষতি কমানোর লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রণীত রোড ম্যাপ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।


পাশাপাশি, সাশ্রয়ী মূল্যে বেশি পরিমাণে এলএনজি আমদানির পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্যাসের প্রাইস গ্যাপ কমাতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় অধিক পরিমাণে এলএনজি আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে।

অন্যদিকে, এলএনজি আমদানি এবং গ্রাহক পর্যায়ে গ্যাস বিতরণে বর্তমানে প্রযোজ্য দ্বৈত ভ্যাট পরিহারের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফপি/টিএ

Share this news on: