মার্কিন আদালত বাতিল করলো ট্রাম্পের ৪৬ কোটি ডলার জরিমানা
মোজো ডেস্ক 10:53PM, Aug 21, 2025
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আপিল আদালত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের ওপর আরোপিত প্রায় ৪৬ কোটি ডলারের দেওয়ানি জরিমানা বাতিল করেছেন। জরিমানাটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পকে তার সম্পদের পরিমাণ ভুয়া তথ্য দিয়ে বাড়িয়ে দেখানোর অভিযোগে আরোপিত হয়েছিল।
আদালত জানিয়েছে, জরিমানার পরিমাণ ‘অতিরিক্ত’ এবং এটি মার্কিন সংবিধানের অষ্টম সংশোধনী লঙ্ঘন করে। তবে ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া অন্য দণ্ড, যেমন ব্যবসা পরিচালনা থেকে তিন বছরের নিষিদ্ধাদেশ, বহাল রয়েছে।
মামলাটি পরিচালনা করেছিলেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। প্রাথমিক রায়ে ট্রাম্পের সঙ্গে তার দুই ছেলে এরিক ও ডন জুনিয়রকেও চার মিলিয়ন ডলারের বেশি করে জরিমানা দিতে বলা হয়েছিল।
জরিমানার চ্যালেঞ্জের প্রেক্ষিতে আপিল আদালত রায়ের সময় সুদও স্থগিত রাখে। ট্রাম্প ও তার ছেলে ডন জুনিয়র এই রায়কে ‘বড় জয়’ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প দীর্ঘদিন ধরে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।
দেওয়ানি মামলা হওয়ায় কারাদণ্ডের কোনো সম্ভাবনা ছিল না। আপিল আদালতের রায়ের পর নিউইয়র্কের সর্বোচ্চ আদালতে মামলাটি নেওয়ার সম্ভাবনাও রয়েছে।