বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতি, অতিরিক্ত অর্থের বিনিময়ে বিসিএসসিএলের কার্যাদেশ দেওয়া এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দেওয়ার মাধ্যমে জাতীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এই অভিযানের বিষয়ে জানান দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বিধিবহির্ভূত নিয়োগ ও পদোন্নতি দেওয়া, অতিরিক্ত অর্থের বিনিময়ে বিসিএসসিএলের কার্যাদেশ দেওয়া এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ প্রদানপূর্বক জাতীয় অর্থের ক্ষতিসাধনসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।
অভিযানে পরিচালক পদে পদোন্নতি সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনায় জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন এবং ফিডার পদে চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ার অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। একইসঙ্গে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে টেন্ডার প্রক্রিয়া ছাড়া চুক্তি নবায়নের তথ্য-প্রমাণ পায় দুদক। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন জমা দিবে বলে জানা যায়।
ইউটি/টিএ