নতুন রসায়নে টলিপাড়া মাতাতে আসছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 'আমার বস' মুক্তির আগে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, এটি শুধুই আর এক নতুন ছবি নয়—বরং বহুদিনের ইচ্ছেপূরণের মুহূর্ত।
দর্শকদের সামনে প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন শ্রাবন্তী ও শিবপ্রসাদ। উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই ছবিতে কাজ করাও ছিল অভিনেত্রীর বহুদিনের ইচ্ছা। শ্রাবন্তীর কথায়, “অনেকেই বলেছিলেন, একবার উইন্ডোজের সঙ্গে কাজ করা উচিত। সেই ইচ্ছা পূরণ হল এই ছবির মাধ্যমে।”
ছবির শুটিং নিয়ে অভিনেত্রীর মুখে শুধুই প্রশংসা। এক টেকে শট শেষ, চরিত্রে ডুবে যাওয়ার অভিজ্ঞতা—সবটাই যেন সিনেমার চেয়েও বেশি জীবনের কাছাকাছি। “চুমু, চিঠি তো বহুবার হয়েছে। কিন্তু খোলা পিঠে কবিতা লেখার রোমাঞ্চই আলাদা,” বললেন শ্রাবন্তী।
প্রেমের গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে আলোচনার প্রসঙ্গে হেসে বললেন, “ফোন খুললেই সব দেখতে পাচ্ছি। ভালই লাগছে।” শিবপ্রসাদের সঙ্গে প্রেমের দৃশ্য নিয়েও বেশ উচ্ছ্বসিত শ্রাবন্তী।
অভিনয়ের পাশাপাশি রাখি গুলজার-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও উঠে এসেছে অভিনেত্রীর কথায়। শ্রদ্ধা মিশ্রিত সুরে বলেন, “ওঁর ব্যবহার, আচরণ, সেটে থাকা—সবকিছুই এক অন্য রকম পরিবেশ তৈরি করত।”
শ্রাবন্তীর ঝুলিতে আগেও ছিল একাধিক হিট জুটি—সোহম, জিৎ, দেবের সঙ্গে। এবার সেই তালিকায় যুক্ত হল শিবপ্রসাদের নামও। প্রত্যাশা, এই নতুন জুটিকেও দর্শক সমানভাবে ভালবাসবেন।
শেষে অভিনেত্রী জানিয়ে দিলেন, শুধুই বাণিজ্যিক ছবিতে আটকে থাকবেন না। ‘গয়নার বাক্স’, ‘বুনো হাঁস’, ‘উমা’-র মতো ছবির ধারাবাহিকতায় এবার আসছে 'দেবী চৌধুরানী'। তাঁর কথায়, “সবুরে মেওয়া ফলে—এই কথাটায় বিশ্বাস করি।”
এসএস