হজযাত্রীদের ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন আজ

হজ পালন আরো নির্বিঘ্ন ও সহজ করতে চলতি বছর হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ‘লাব্বাইক’ নামে মোবাইল অ্যাপ চালু হচ্ছে। আজ সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় এই অ্যাপের উদ্বোধন করবেন।

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা নিরসন ও হজের অভিজ্ঞতাকে আরো সহজ করতে ধর্ম মন্ত্রণালয় ‘লাব্বাইক’ অ্যাপ চালু করা হচ্ছে। সোমবার বিকেল ৪টায় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা হজযাত্রীদের জন্য এ সেবাগুলো উদ্বোধন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। এবার পাঁচ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্ম তারিখ লাগবে। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন। পরিবারের সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তাঁর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারা হজযাত্রীর তথ্য জানতে পারবেন।

এ ছাড়া গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে।

হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে বা বিপদে পড়লে জরুরি মুহূর্তে অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম যাত্রীকে উদ্ধার বা সহায়তা করবেন। অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে।

হজযাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদি জানতে পারবেন। লোকেশন ট্র্যাকিং যেমন হজযাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্য সদস্যদের অবস্থান নির্ণয় করতে পারবেন। দৈনিক হজ শিডিউল, আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন বা চেক-আউট তারিখ ইত্যাদি অ্যাপ থেকে জানা যাবে।

পরিবারের সদস্যরা তাদের হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। মিনা-আরাফার তাঁবুর লোকেশন ট্র্যাকিং, হজ প্রিপেইড কার্ডের ব্যালান্স, ডিজিটাল স্বাস্থ্য প্রফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা, বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য, গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা, কোরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা; কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা, মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ, হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সির নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হরর সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন ঐন্দ্রিলা-অঙ্কুশ Apr 29, 2025
img
যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় ঐক্যের আহ্বান পাকিস্তানে Apr 29, 2025
img
অভিনেতা সিদ্দিকের নামে দুই মামলা, গুলশান থানায় সোপর্দ Apr 29, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেল ১ জনের Apr 29, 2025
img
শিরোপা হাতছাড়া, মৌসুমের শেষভাগে এসে বড় ধাক্কা রিয়ালের Apr 29, 2025
img
সৌদি ফেরা হলো না রুহেলের, ভাইয়ের হাতে গেল প্রাণ Apr 29, 2025
img
বরিশালে ১১ পুলিশ পরিদর্শক বদলি Apr 29, 2025
img
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ Apr 29, 2025
img
আজারবাইজানকে ঢাকায় দূতাবাস খোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা Apr 29, 2025
img
লন্ডনে পাকিস্তান হাইকমিশন ভাঙচুর, ভারতীয় গ্রেফতার Apr 29, 2025