লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালায় ভাঙচুরের ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অঙ্কিত লাভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) ভোরে পাকিস্তান হাইকমিশনে হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার তাকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য হেফাজতে পাঠানো হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়, ৪১ বছর বয়সী লাভের বিরুদ্ধে ‘অপরাধমূলক ক্ষতি’র অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় পুলিশকে ফোন করে জানানো হয়, একজন ব্যক্তি কূটনৈতিক মিশনের জানালায় ভাঙচুর করছেন।
গ্রেপ্তার হওয়া অঙ্কিত লাভ ভারতের জম্মু ও কাশ্মীরের ডোগরা রাজবংশের উত্তরসূরি বলে দাবি করেন। ২০১৬ সালে লন্ডনের মেয়র নির্বাচনে প্রার্থী হয়ে ‘ওয়ান লাভ পার্টি’ গঠন করলেও পরাজয়ের পর দলটি বিলুপ্ত হয়ে যায়।
ভারতের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।