মোরারজি দেশাইয়ের মতোই নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৮ ১৪:৫৬:৩২
ছবি : সংগৃহীত
রোজ সকালে উঠে নিজের মূত্র নিজে পান করা নাকি শরীরের জন্য ভাল! সত্তরের দশকের শেষ ভাগে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন নাকি এমনই দাবি করেছিলেন মোরারজি দেশাই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, তিনি নিয়মিত ৫-৮ আউন্স মূত্র পান করেন। তা নিয়ে সারা বিশ্বে কম আলোচনা হয়নি। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জনতা পার্টির সরকারে প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

এ বার ফের সেই স্বমূত্র পানের আলোচনা নতুন করে চাঙ্গা করে তুললেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ পরেশ রওয়ালও। সকালে উঠে খালিপেটে টানা ১৫ দিন নিজের মূত্র পান করতেন অভিনেতা। দিনের প্রথম মূত্র পান করার এই উপদেশ তাকে দিয়েছিলেন অজয় দেবগনের বাবা বীরু দেবগন। বাধ্য ছেলের মতো সে কথা মেনে ছিলেন পরেশও। তাতেই মিলল ফল। প্রায় চমৎকার হয়ে যায়। অবিশ্বাস্য ঠেকে ছিল চিকিৎসকদেরও, এমনই জানিয়েছেন তিনি।

‘ঘাতক’ ছবির শুটিং চলাকালীন হাটুতে চোট পান পরেশ। আঘাত এতটা গুরুতর ছিল যে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরেশ ভেবেছিলেন, তার কেরিয়ার শেষ। কিন্তু তখনই যেন এই অভিনব বুদ্ধি নিয়ে হাজির হন বীরু দেবগন। তিনি পরেশকে পরামর্শ দেন দ্রুত সুস্থ হয়ে উঠতে গেলে পান করতে হবে নিজের মূত্র।

পরেশের কথায়, ‘‘বীরু এসে আমাকে বলেন সমস্ত ফাইটাররা নাকি এমন করে থাকেন। এটা করলে কোনও ব্যথা থাকবে না। উনি বলেন মদ, তামাক ও খাসির মাংস খাওয়া বন্ধ করতে হবে। সেই জায়গা নিজের সকালের প্রথম মূত্রটা পান করতে হবে।’’ এটি তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।

অভিনেতা বলেন, ‘‘প্রতি দিন সকালে বিয়ার পান করার মতো করে খেতাম। একেবারে নিয়ম করে খেতাম। ১৫ দিন বাদে যখন এক্স-রে রিপোর্ট হাতে এসে চিকিৎসকরা অবাক হয়ে যান।’’ পরেশের দাবি টানা মূত্র পান করার ফলে যে ক্ষত শুকোতে প্রায় আড়াই মাস সময় লাগে মাত্র এক মাসেই তিনি সুস্থ হয়ে ওঠেন।

আরএম/টিএ

সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

আমাকে হোটেল থেকেও বের হতে দেয়নি: জয়

হায়দারাবাদে আনন্দময় সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা

নুসরাতের বিয়ে নিয়ে চিন্তিত দাদি

‘তাণ্ডব’ শুটিংয়ে এক সঙ্গে শাকিব খান ও সাবিলা নূর

ইরেশ যাকেরের ঘটনায় বিস্ময় শোবিজ দুনিয়ায়

আওরঙ্গজেবকে কষিয়ে চড় মারতে চাই : বিজয় দেবেরাকোন্ডা

নতুন রূপে ফিরছেন প্রিয়াঙ্কা

দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা

দীপিকার সৌন্দর্যের গোপন রহস্য হাইফু,জেনে নিন কিভাবে কাজ করে এই পদ্ধতি

শীর্ষস্থানে টেইলর সুইফট

কবির আমাকে জন্মদিনে সেরা উপহার দিয়েছে বললেন কোয়েল

পহেলগাম কাণ্ডের আঁচ পড়ল সালমানের জীবনেও

মোরারজি দেশাইয়ের মতোই নিজের প্রস্রাব পান করেন পরেশ রাওয়াল

আসছে জাস্টিন বিবারের নতুন অ্যালবাম

ঐশ্বরিয়া শুটিং করলেও নেওয়া হয় রানীকে, কিন্তু কেন?

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us