খুব সহজেই যেভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন

তথ্য প্রযুক্তি
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৮ ১৫:৫৮:০১
ছবি: সংগৃহীত
আপনি সারাক্ষণই হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। ফাইল, ছবি ও ভিডিও আদান-প্রদান করছেন। অসংখ্য ছবি আর ভিডিও দিয়ে ভরে যাচ্ছে ফোনের স্টোরেজ। আপনার হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করতে একাধিক ফিচার দিয়ে থাকে কর্তৃপক্ষ। ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং বার্তা আদান-প্রদান সহজতর করতে অনেক ফিচার প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপ।

এর মধ্যে অন্যতম হলো— ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল নিজে নিজেই স্টোরে থেকে যায়। যেমন— ছবি, ভিডিও এবং ডকুমেন্ট ব্যবহারকারীর গ্যালারিতে সেভ থেকে যায়। এটা অনেক সময় সহায়ক হয়ে ওঠে ঠিকই, কিন্তু অযাচিতভাবে নানা রকম সমস্যাও বয়ে আনে। কারণ সব মিডিয়া তো আর সেভ করে রাখার মতো জরুরি হয় না।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এ সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না।

অর্থাৎ অটো সেভড হবে না। সেটি সব চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলেঅ অনুসরণ করতে হবে।

১. প্রথমে নিজের ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

২. উপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট মেন্যু থেকে মোর অপশনস খুঁজে নিতে হবে।

৩. ড্রপ-ডাউন মেন্যু থেকে সেটিংসে ক্লিক করতে হবে।

৪. এবার চ্যাটসে যেতে হবে।

৫. মিডিয়া ভিসিবিলিটি অপশন সুইচ অফ করে দিতে হবে। আর যারা আইফোন ব্যবহারকারী, তাদের সেভ টু ফটোস অপশনটি টগল অফ করা উচিত।

আসলে মিডিয়া ভিজিবিলিটি যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনো নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনো কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের ওপর কোনো রকম প্রভাব ফেলবে না।

এফপি/টিএ 

সর্বশেষ


তথ্য প্রযুক্তি এর আরও সংবাদ

খুব সহজেই যেভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন

ইনস্টাগ্রামে বয়সের কারচুপি ধরিয়ে দেবে এআই

বিটকয়েন মাইনিংয়ের ক্ষতিকর প্রভাব কী?

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

‘ক্রোম’ কিনতে চায় ওপেনএআই!

অ্যাপল-মেটাকে ইউরোপে বিশাল জরিমানা

মহাকাশচারীদের অন্যতম সঙ্গী কনডম, কিন্তু কেন?

দুর্যোগে নিরবচ্ছিন্ন সংযোগ রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেটে বাড়ছে আগ্রহ

আইন প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে আরব আমিরাত

মেটাকে টেক্কা দিতে এআর চশমা নিয়ে আসছে অ্যাপল

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

আজ বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস

ইতিহাসে প্রথম মানব-রোবট হাফ ম্যারাথন

ইনস্টাগ্রামে রিলস শেয়ার করার নতুন উপায়

ঘরে বসেই ৩০ মিনিটে এনআইডির ছবি পরিবর্তন

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us