ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার তিন দিন পর জুয়েল আহমদ দিলু (৩৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) শ্রীপুর পাথর কোয়ারি এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দিলু রুপচ্যাং এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় পাথর শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে শ্রীপুর পাথর কোয়ারিতে পাথর আনতে যান দিলুসহ অন্য শ্রমিকরা। ১২৮০ নম্বর পিলারের কাছে তারা নৌকায় পাথর ভর্তি করে ফেরার সময় ঝড়ের কবলে পড়েন। এতে তাদের নৌকা ডুবে গেলে সঙ্গে থাকা রুবেল সাঁতরে পাড়ে উঠে আসেন। এ সময় তিনি দিলুকে ডাকাডাকি করলে প্রথম দুইবার সাড়া দেন।
তারপর আর সাড়া দেননি দিলু। এরপর থেকে তিনি নিখোঁজ।
তারা আরো জানায়, শনিবার ১২৮০ নম্বর পিলারের কাছে দিলুর ব্যবহৃত মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। কিন্তু তাকে মিলছিল না।
সোমবার ভোর ৬টার দিকে শ্রীপুর পাথর কোয়ারিসংলগ্ন নদীতে তার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। নিহতের বড় ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরএম/টিএ