সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ করার পক্ষে গণ অধিকার পরিষদ

জাতীয় সংসদের মেয়াদ চার বছর ও সংসদ-সদস্য নির্বাচনে প্রার্থীর বয়স ২৫ বছরের পরিবর্তে ন্যূনতম ২৩ বছর নির্ধারণের প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ। এছাড়া সংবিধান সংস্কারের জন্য গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সভাপতি নুরুল হক নুর।

কমিশনের দেওয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবনার মধ্যে ১২৭টির সঙ্গে একমত থাকলেও আলোচনার পর গণঅধিকার পরিষদ নতুন আটটি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। এছাড়া সাতটি প্রস্তাবের সঙ্গে দ্বিমত ও ২৩টির সঙ্গে আংশিক একমত হওয়ার কথা জানিয়েছে দলটি।

মাতৃত্বকালীন ছুটি ছয় মাস যথেষ্ট নয় দাবি করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, একজন সন্তানের লালন-পালনের জন্য নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর পাশাপাশি দুই বছর পর্যন্ত তার অফিস সময় অর্ধেক করার প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের পাশাপাশি গণভোটের আয়োজন করারও প্রস্তাব জানায় দলটি।

নুরুল হক বলেন, রাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাধারণ জনগণের আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে। সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ ধারা সংশোধনের ক্ষেত্রে গণভোটের আয়োজন জরুরি। সেই ধারাগুলোও সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সংবিধানের ৭০ নাম্বার অনুচ্ছেদের ক্ষেত্রে গণঅধিকারের অবস্থান হলো, সংবিধান সংশোধন, অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য বিষয়গুলোয় সংসদ-সদস্যরা স্বাধীনভাবে অর্থাৎ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবেন।

জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নাম পরিবর্তন করে জাতীয় সাংবিধানিক পরিষদ করার প্রস্তাব দিয়েছে দলটি।

নুরুল হক বলেন, বাংলা ও ইংরেজি মিলিয়ে একটি নাম সাবলীল নয়। আর এনসিসি গঠনের ক্ষেত্রে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানের পাশাপাশি পুলিশ প্রধানকেও যুক্ত করা জরুরি। রাজনৈতিক ঐকমত্য তৈরি হলে বর্তমান অন্তবর্র্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রস্তাব জানায় দলটি।

ছাত্র সংগঠন ও শ্রমিক সংগঠন কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না, ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে গণঅধিকার পরিষদ।
সম্প্রতি গণহারে নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে দাবি করে নুরুল হক বলেন, একটি রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে অন্তত তিন থেকে চার বছর সক্রিয় কার্যক্রমে যুক্ত থাকার বাধ্যবাধকতা রাখতে হবে।

এছাড়াও গণঅধিকার পরিষদ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর এবং কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। একজন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস। স্থানীয় সরকারে স্বতন্ত্র কমিশন গঠন। উচ্চকক্ষে সংসদ-সদস্য সংখ্যা ১০০, যার ২০ শতাংশ নারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবী থাকবে।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সহসভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ১০ সদস্যের প্রতিনিধি অংশ নেন।

কমিশনের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন- ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক। এছাড়া প্রধান উপদষ্টোর বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পহেলগাম হামলা নিয়ে মুখ খুললেন নওয়াজউদ্দিন Apr 29, 2025
img
পহেলগাম হামলার পর কাশ্মিরে ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা Apr 29, 2025
img
বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা Apr 29, 2025
img
জেদ্দায় হজযাত্রীদের ফুল দিয়ে বরণ Apr 29, 2025
img
নোয়াখালীতে এলজিইডি অফিসে অনিয়ম পেয়েছে দুদক Apr 29, 2025
img
চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, প্রাণ গেল ২২ জনের Apr 29, 2025
img
ভারতের ভেতরেই ‘পাকিস্তান’ স্লোগান! চরম হুঁশিয়ারি দিলেন পান্নুন Apr 29, 2025
img
অপকর্মে জড়ালে বিএনপিও গণধিকৃত হবে—ঠাকুরগাঁওয়ে হুঁশিয়ারি মহাসচিবের Apr 29, 2025
img
স্ত্রীর সঙ্গে ভালোবাসার মুহূর্ত শেয়ার করলেন তাহসান, ভাইরাল হৃদয়ছোঁয়া ছবি Apr 29, 2025
img
সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেফতার Apr 29, 2025