পহেলগাম হামলা নিয়ে মুখ খুললেন নওয়াজউদ্দিন

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার বলিউড তারকার। ইতোমধ্যেই এর প্রভাব পড়েছে কাশ্মীরের পর্যটন শিল্পে। ভরা মরসুমে ফাঁকা পড়ে রয়েছে একের পর এক হোটেল।

এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শুধু তা-ই নয়, নিরীহ পর্যটকদের মৃত্যুতে যে ধর্মীয় বিভাজন শুরু হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

নওয়াজের কথায়, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। নিন্দার ভাষা নেই। রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে।কাশ্মীরিরাও এমনই অনুভব করছেন। জানি, সরকার কাজ করছে, বিচার একদিন হবেই। কিন্তু যা ঘটেছে, তা এতটাই কষ্টকর যে ভোলা যাচ্ছে না। ধিক্কার জানায় হত্যাকারীদের।’

এই ঘটনায় কাশ্মীরিদের জীবিকার উপর যে সরাসরি প্রভাব পড়েছে সেই প্রেক্ষিতে অভিনেতা বলেন, ‘কাশ্মীরিদের ক্ষোভের আর একটি বড় কারণ, তাদের অতিথি অর্থাৎ পর্যটকদের উপর এই হামলা ঘটেছে। তারা ভীষণ অতিথিপরায়ণ। অর্থের চেয়েও তাদের কাছে বড় আতিথেয়তা।’

শেষে বলেন, ‘আমি তাদের চোখে ভালোবাসা দেখেছি। শুধু আমি কেন? যারাই কাশ্মীর বেড়াতে গিয়েছেন, কাশ্মীরিদের প্রশংসা করেছেন। হামলার পর সেখানকার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলে বারবার বলছেন, তাদের মাটিতে, তাদের ঘরে কী করে এমনটা ঘটল? কাশ্মীরিরা রাগে ফুঁসছেন।’

উল্লেখ্য, কাশ্মীরিদের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কালো ধোঁয়া ও পলিথিন ব্যবহারে মোবাইল কোর্টের জরিমানা ও সতর্কবার্তা Apr 29, 2025
img
ইংল্যান্ডের নতুন অধিনায়ক সিভার-ব্রান্ট Apr 29, 2025
img
ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবুজায়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ Apr 29, 2025
img
আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিত Apr 29, 2025
img
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ কিনতে ৮.৪৪ টাকা গুনবে সরকার Apr 29, 2025
img
বেতন গ্রেড: সরকারি প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর Apr 29, 2025
img
ক্লাসিকো জয় ইন্টারের বিপক্ষে বার্সেলোনার ‘বাড়তি অনুপ্রেরণা’ Apr 29, 2025
img
রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত Apr 29, 2025
img
দেশের ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি Apr 29, 2025
img
একজন দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয়: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি Apr 29, 2025