স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, স্থগিত হতে পারে বার্সা-ইন্টার ম্যাচ

স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট চলছে। এর প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়ন্স লীগেও। যে কারণে বার্সেলোনা ও ইন্টার মিলানের সেমি-ফাইনালের প্রথম লেগের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামীকাল রাত ১টায় ঘরের মাঠে ইন্টারের মুখোমুখি হবে বার্সা।

গত কয়েক দিন ধরেই স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অচল হয়েছে গণপরিবহন, সৃষ্টি হয়েছে বিশাল যানজট, বিলম্বিত হয়েছে ফ্লাইটও। বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বিমান যাত্রাও প্রভাবিত হওয়ায় বার্সেলোনা ও ইন্টারের ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরআর/এসএন 

Share this news on: