আমি সিন্ডিকেট মেন্টেইন করতে পারি না : অহনা

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন এ অভিনেত্রী। অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতেও। কাজ করেছেন ওটিটি মাধ্যমেও।

তবে কাজ করতে গিয়ে সিন্ডিকেটের মুখোমুখিও হতে হয়েছে অভিনেত্রীকে। যদিও তিনি সিন্ডিকেট মেন্টেইন করেন না। কারো হক মেরে খাওয়ার অভ্যাস তার নেই, এমনটাই ভাষ্য অভিনেত্রীর।


সিন্ডিকেট মেন্টেইন না করলে ওটিটিতে কাজ পাওয়া কঠিন, উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে অহনা বলেন, ‘কথা সত্যি। সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের সাথে লিয়াজু মেন্টেইন না করলে হয় না। সেটা আমি করিনি।

এখন যেহেতু কাজ ছেড়ে বিজনেসের দিকে গেলাম, বিজনেসেও দেখি এরকম ঘটে।’

এসএন 

Share this news on: