নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল : জামায়াত আমির
মোজো ডেস্ক 07:21PM, Apr 29, 2025
জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের ওপর আস্থা রাখার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন দেখতে চায়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিমদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আমরা নির্বাচন চাই। এই সময়ের মধ্যে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল। এরপরে গেলে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না, বৃষ্টি-ঝড়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না।”
নির্বাচন সংক্রান্ত কিছু সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সেই প্রেক্ষাপটে আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে ‘ফিফটি-ফিফটি’ হিসেবে দেখছেন বলেও জানান জামায়াত আমির।