মাত্র ১৭ বছর বয়সেই ক্লাবের হয়ে ইতোমধ্যে ১৪ গোল ও ২৪ অ্যাসিস্টে দুর্দান্ত অবদান রেখেছেন ইয়ামাল। সর্বশেষ কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ী ম্যাচে করেন দুইটি অ্যাসিস্ট। ম্যাচে চুলে রঙ করে আলোচনার জন্ম দিলেও পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত।
সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা আলোচনায়ও ছিলেন শিরোনামে। সমালোচনাকারীদের উদ্দেশ্যে ইয়ামালের সোজাসাপ্টা জবাব—“যতদিন আমি জিতব, তারা কিছু বলতে পারবে না।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চাপ অনেক আগেই বাড়িতে রেখে এসেছি… আমি শুধু মুহূর্তটা উপভোগ করি।”
বড় ম্যাচের আগে চুলে রঙ করা কিংবা নতুন কিছু করার বিষয়েও ইয়ামালের মন্তব্য, “এসব করি কারণ বাড়িতে বিরক্ত হই, সময় কাটানোর জন্যই।”
অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর মাটির কাছাকাছি থাকা মানসিকতায় পরিণত ইয়ামাল এখন কাতালানদের আস্থার প্রতীক। শততম ম্যাচে তিনি উপহার দিতে পারেন আরও একটি স্মরণীয় রাত।