হলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ খানের!

বলিউড তারকা শাহরুখ খান এবার মার্ভেল স্টুডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন—এমন খবরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তীব্র উন্মাদনা ছড়িয়ে পড়েছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবুও এই গুঞ্জনে দারুণ উচ্ছ্বসিত কিং খানের ভক্তরা।

জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট ‘মার্ভেল লিক্স’ দাবি করেছে, একটি প্রজেক্ট নিয়ে শাহরুখ খানের সঙ্গে মার্ভেল স্টুডিওর প্রাথমিক আলোচনা চলছে। যদিও স্পষ্ট করে জানানো হয় যে, প্রজেক্টটি আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ নয়।

মার্ভেল লিক্স’র ওই টুইটে লেখা হয়েছে—‌‘শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সঙ্গে একটি প্রজেক্টের জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা করছেন (এই প্রজেক্ট অ্যাভেঞ্জার্স: ডুমস ডে নয়)।’

আর এই একটি পোস্ট আলোড়ন ফেলে দিয়েছে শোবিজ অঙ্গনে। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন শাহরুখ-অনুরাগীরা। তবে এখনও পর্যন্ত শাহরুখ অথবা মার্ভেলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

তবে এই খবর যদি সত্যি হয়, তাহলে ফারহান আখতার, হরিশ প্যাটেল ও মোহন কাপুরের পর শাহরুখ হবেন সেই অল্প কয়েকজন ভারতীয় অভিনেতার একজন, যারা মার্ভেল সিনেমার অংশ হয়েছেন।

ক্যারিয়ারের শুরুতেই হলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ থাকা সত্ত্বেও সেখানে পাড়ি জমাননি শাহরুখ খান। বলিউডেই নিজেকে পাকাপোক্ত করেছেন। তার জনপ্রিয়তার সাম্রাজ্য এতোটাই বিস্তৃত করেছেন যে খোদ হলিউড তারকারাও এখন কিং খানের ভক্ত।

যেমনটা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর প্রধান অভিনেতা অ্যান্টনি ম্যাকি জানিয়েছেন, তার প্রিয় বলিউড তারকা হলেন শাহরুখ খান। ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর বেনেডিক্ট কাম্বারব্যাচও একবার শাহরুখের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘শাহরুখের মতো তারকারা মার্ভেলের দুনিয়ায় বড় অবদান রাখতে পারেন।’

এছাড়া বক্স অফিসে রেকর্ড ভেঙে দেওয়া মার্ভেলের ‘ডেডপুল ২’ সিনেমাতে ব্যবহার হয়েছিল শাহরুখের ‘স্বদেশ’ সিনেমার গান! সাম্প্রতিক সময়ে ‘মিস মার্ভেল’ সিরিজেও কমলা খান শাহরুখকে তার প্রিয় অভিনেতা হিসেবে উল্লেখ করেছিলেন। তাই শাহরুখ খানকে স্বাগত জানাতে প্রস্তুত হলিউডের একঝাঁক তারকা।

যদিও এ গুঞ্জন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। তাই আপাতত সময়ের ওপরই ছেড়ে দিতে হচ্ছে সবকিছু। তবে শাহরুখ ভক্তদের তীব্র আকাঙ্খা থাকবে একটাই, এই গুঞ্জনই যেন সত্যি হয়। কারণ, শাহরুখ খানকে হলিউডে দেখার স্বপ্ন যে বহুকালের!

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কেএমপি ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপির, দাবি পুলিশের দুই কর্মকর্তার বিচার Apr 30, 2025
img
ববি প্রশাসনের প্রতীকী জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত Apr 30, 2025
img
আ. লীগ শুধু ভোটাধিকার হরণ করেনি, ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়েছে: হাসনাত Apr 30, 2025
img
ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ০.৩% সংকুচিত Apr 30, 2025
img
'আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে' Apr 30, 2025
img
সিদ্দিক সুশীল ভূমিকায় আন্দোলনের সময় যা খুশি করেছেন: রাষ্ট্রপক্ষের আইনজীবী Apr 30, 2025
img
আসছে নতুন নোট, থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ Apr 30, 2025
img
পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 30, 2025
img
রাতে হাইভোল্টেজ ম্যাচ: বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার Apr 30, 2025
img
সোশ্যাল মিডিয়া ট্রল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ফারিন খান Apr 30, 2025