২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক ৬জি চালুর পথে চীন

প্রযুক্তির দ্রুত অগ্রগতির ধারাবাহিকতায় পঞ্চম প্রজন্মের পরবর্তী ধাপ হিসেবে ষষ্ঠ প্রজন্মের (৬জি) তারহীন যোগাযোগ ব্যবস্থা বৈশ্বিকভাবে নতুন প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

চীনের জিয়াংসু প্রদেশের নানজিং শহরে গ্লোবাল ৬জি কনফারেন্স ২০২৫-এ চীনা প্রকৌশল একাডেমির শিক্ষাবিদ উ হেকুয়ান ভবিষ্যদ্বাণী করেন, "২০৩০ সালের মধ্যে ৬জি বাণিজ্যিকভাবে চালু করার লক্ষ্যে চীন কাজ করছে এবং সে সময় মোবাইল ফোন রূপ নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টার্মিনালে। এতে করে ব্যবহারকারীরা আরও দক্ষভাবে কনটেন্ট তৈরি করতে পারবে এবং তথ্যভিত্তিক নতুন এক ব্যবহারধারার সূচনা হবে।"

তিনি বলেন, ৫জি থেকে ৬জির যাত্রা কেবল গতি বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একেবারে মৌলিক পর্যায়ের পরিবর্তন আনবে যোগাযোগ প্রযুক্তিতে।

“১জি থেকে ৪জি পর্যন্ত আমরা ধাপে ধাপে অডিও থেকে ডেটা সেবার দিকে গিয়েছি। তখন ফোকাস ছিল প্রধানত ভোক্তাসেবায় এবং প্রযুক্তিগত দিক থেকে পথনির্দেশ ছিল মড্যুলেশন, কোডিং এবং মাল্টিপল অ্যাকসেস প্রযুক্তির ওপর নির্ভরশীল।”

কিন্তু ৫জির আবির্ভাব সেই ধারা বদলে দেয়। ৫জি কেবল ভোক্তাদের নয়, শিল্প খাতের বিভিন্ন চাহিদা পূরণে সক্ষম একটি প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন করা হয়েছিল। যেখানে শিল্প-ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো অধিক কাস্টমাইজড সমাধান চায়, যা ভোক্তা পর্যায়ের অ্যাপ্লিকেশনগুলোর মতো বিশ্বজনীন নয়।

২০১৯ সালে চীনে ৫জি বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর থেকে ডাউনলোড গতি ৪জির তুলনায় সাত থেকে আটগুণ বেড়েছে বলে জানান উ। তবে, তিনি স্বীকার করেন, শিল্প খাতে প্রত্যাশিত হারে অগ্রগতি হয়নি এবং কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, যা ৬জি উন্নয়নে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি বলেন, “৬জির ক্ষেত্রেও ভোক্তা-নির্ভর অ্যাপ্লিকেশনকে অগ্রাধিকার দেওয়া উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে ৬জি যুগে নতুন ধরনের টার্মিনাল ডিভাইসের আবির্ভাব ঘটতে পারে। তবে এটি ভোক্তাবান্ধব প্রযুক্তির ভবিষ্যৎ গতিপথে অনিশ্চয়তাও আনতে পারে।”

চীনা একাডেমি অব সায়েন্সেস-এর শিক্ষাবিদ এবং পার্পল মাউন্টেন ল্যাবরেটরির পরিচালক ইউ শিয়াহু সম্মেলনে বলেন, ৬জি কেবল ‘গতির’ বিষয় নয়। বরং তিনি জোর দেন ‘ইন্টিগ্রেটেড সেন্সিং’ এবং ‘লো-অলটিচুড কমিউনিকেশন’-এর মতো প্রযুক্তিগত বিপ্লবের ওপর, যা উদ্ভাবনের নতুন দ্বার খুলবে।

তার ভাষায়, “৬জি যুগে তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক কার্যক্রম পরস্পরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হবে। শিল্প-ভিত্তিক নেটওয়ার্ক প্রযুক্তির সঙ্গে একীভূত হয়ে গড়ে উঠবে একটি সুপার-কনভার্জড সিস্টেম, যা হবে কমিউনিকেশন, কম্পিউটিং, এআই এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের সম্মিলিত টুলবক্স।”

ইউ বলেন, এই সম্মিলিত প্রযুক্তি ৫জি ব্যবহারের বর্তমান সীমাবদ্ধতাগুলো দূর করতে সহায়তা করতে পারে।

২০২৪ সালের মধ্যে চীন ৬জি বাণিজ্যিকীকরণের লক্ষ্যে কাজ করছে। উ হেকুয়ান আশা প্রকাশ করেন, ২০০৭ সালে আইফোনের আবির্ভাবে মোবাইল ফোনে যেমন যুগান্তকারী পরিবর্তন এসেছিল, তেমনি ৬জি এবং এআই টার্মিনালের সমন্বয়েও তেমন একটি বিশাল প্রযুক্তিগত অগ্রগতি দেখা যাবে।

“৬জি ও এআই টার্মিনালের সমন্বয়ে ব্যবহারকারীর কনটেন্ট তৈরির সক্ষমতা বহুগুণে বাড়বে,” বলেন উ। “এতে করে তথ্যভিত্তিক ভোক্তা আচরণে নতুন ঢেউ আসবে এবং মোবাইল ডিভাইসের পরবর্তী বিবর্তন শুরু হবে, যা জনসাধারণের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সক্ষম হবে।”

উল্লেখ্য, গ্লোবাল ৬জি কনফারেন্স ২০২৫ হয়েছিলো ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ শোকাবহ ১৫ আগস্ট Aug 15, 2025
img
বিপদ কাটেনি হিরো আলমের, চলছে চিকিৎসা Aug 15, 2025
img
ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ Aug 15, 2025
img
গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান: সারজিস আলম Aug 15, 2025
img
আলাস্কা শীর্ষ বৈঠকের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা যুক্ত হবেন শান্তি আলোচনায়: ট্রাম্প Aug 15, 2025
img
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সাকা চৌধুরীর পরিবার Aug 15, 2025
img
সিপিএলে নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হলেন নিকোলাস পুরান Aug 15, 2025
img
ভারতের ওপর শুল্ক আরোপের জন্যই পুতিন বৈঠকে রাজি হয়ে থাকতে পারেন: ট্রাম্প Aug 15, 2025
img
টস হেরে ব্যাটিংয়ে অ্যান্টিগা, একাদশে সাকিব Aug 15, 2025
img
বঙ্গবন্ধু কোনও দল বা গোষ্ঠী বা পরিবারের সম্পত্তি নয়: জাসদ Aug 15, 2025
img
বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ Aug 15, 2025
img
‘বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই’ Aug 15, 2025
img
ভারত থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ঝিনাইদহে আটক ১৭ জন Aug 15, 2025
img
অনলাইন জিডি কার্যক্রম চালু হলো ডিএমপিতে Aug 15, 2025
img
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ : আমিনুল Aug 15, 2025
img
রিয়াল মাদ্রিদে আমার ছাপ রাখতে এসেছি, বললেন আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো Aug 15, 2025
img
ভারত যেন ম্যাচ বয়কট করে, দোয়া করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী Aug 15, 2025
img
'নিন্দুকদের নাম্বার তো আমার ফোনে নেই, আমি ওগুলো নিয়ে ভাবব কেন?' Aug 15, 2025
img
বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন, চাপে মোদি! Aug 15, 2025
img
ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম Aug 15, 2025