পুলওয়ামা কাণ্ডের পর থেকে পাক তারকাদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ে বিষয়টা সমাধান হলেও আর সেভাবে কোনও পাক শিল্পীকে ভারতের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি।
এদিকে জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় পাক শিল্পীদের ‘বয়কটের’ বিষয়ে মুখ খুলেছেন কবি, গীতিকার বলিউডের চিত্রনাট্যকার জাভেদ আখতার।
প্রবীণ শিল্পী বলেন, ‘আমরা যদি পাকিস্তানি শিল্পীদের বয়কট করি, তাহলে পাকিস্তানের কাকে খুশি করছি আমরা? সেনাবাহিনীকে? ওরা দূরত্ব তৈরি করতে চায়। আর এটাই ওদের জন্য উপযুক্ত।’
তার কথায়, ‘সম্পর্ক আর সম্মানের বিষয়টা সবসময়ে একতরফা থেকেছে। নুসরাত ফাতেহ আলি খান, গুলাম আলি, নূর জাহান ভারতে যখন এসেছিলেন, আমরা তাদের দারুণভাবে অভ্যর্থনা জানিয়েছিলাম। এরপর ফয়েজ আহমেদ ফয়েজ এলেন।’
‘যিনি উপমহাদেশের একজন বড় কবি। আসলে পাকিস্তানের বাসিন্দা হলেও তিনি যখন অটল বিহারী বাজপেয়ীর আমলে ভারতে এসেছিলেন, তখন তাকে রীতিমতো রাষ্ট্রপ্রধানের মতো সম্মান দিয়েছিল সরকার। এর প্রতিদান কখনও দেওয়া হয়নি। না মানে পাকিস্তানের নাগরিকদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।’
জাভেদ আখতারের ভাষ্য, ‘পাকিস্তানের বড় বড় কবিরা লতা মঙ্গেশকরের গানের জন্য লিখেছিলেন। ষাট-সত্তরের দশকে তো ভারত এবং পাকিস্তান, দুই দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন লতাজি, কিন্তু কেন কোনোদিন পাকিস্তানে ওর কোনও গান রেকর্ড হল না? পাকিস্তানের মানুষের প্রতি আমার এক্ষেত্রে কোনও অভিযোগ নেই।’
আরএম/টিএ